দিঘা, ২৬ জুন: শেষ হয়েছে অপেক্ষার প্রহর। স্নানযাত্রার পর টানা ১৫ দিন অনসরে থাকার পর আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে দিঘার জগন্নাথ মন্দিরে (Digha Jagannath Dham) পুনরায় দর্শন দিলেন প্রভু জগন্নাথ। সকাল হতেই মন্দির চত্বর উপচে পড়ে ভক্তসমাগমে। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত দিঘা শহর।
সকাল ৬টা ১৭ মিনিটে গর্ভগৃহের দরজা খুলতেই ভক্তরা এক ঝলকে দর্শন পান প্রভুর। মন্দির সূত্রে জানা গেছে, ভোর ৪টেয় প্রভু জগন্নাথকে ঘুম থেকে তোলা হয়। এরপর প্রতীকী স্নান এবং নতুন বস্ত্র পরিয়ে তাঁকে সাজানো হয়। এরপর মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় পুনর্দর্শন পর্ব।

প্রভুর অনসর পর্বে ছিল না কোনও দর্শন বা পূজা। তাই আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ বিরতির পরে আজই প্রথম প্রভুকে অর্পণ করা হবে চালের ভোগ। দুপুরে থাকছে এলাহী আয়োজন—৫৬টি আইটেমের মহাভোগ। ভক্তদের জন্য থাকছে খিচুড়ি, পাঁপড়, ছানার পায়েস, মিষ্টান্ন, কষা সবজি সহ নানা পদ।
এদিন বিকেলে হবে ‘রশি পুজো’, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব ঘিরে দিঘায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক দল।
দিঘার এই নবনির্মিত জগন্নাথধাম অল্প সময়েই পরিণত হয়েছে জনপ্রিয় তীর্থক্ষেত্রে। প্রতিবছর রথের সময় প্রচুর ভক্ত এখানে সমবেত হন। এবারের অনসরোত্তর পুনর্দর্শনের দিনটিতে যেন সেই উৎসবেরই নতুন সূচনা হল।