দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

দূরত্বে নয়, সম্মানেই রয়ে গেল বন্ধন! শুভশ্রীর প্রশংসায় দেব, বললেন ‘আমি ওকে কী-ই বা দেব’

দূরত্বে নয়, সম্মানেই রয়ে গেল বন্ধন! শুভশ্রীর প্রশংসায় দেব, বললেন ‘আমি ওকে কী-ই বা দেব’

টলিউডের অন্যতম জনপ্রিয় এবং আলোচিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় তাঁদের রসায়ন দর্শকদের মনে এমন ছাপ ফেলেছিল যে বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে কৌতূহলের শেষ ছিল না। প্রেম, বিচ্ছেদ—সবই ঘটেছে প্রকাশ্যে, ক্যামেরার সামনে। কিন্তু সম্পর্ক ভেঙে গেলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও সম্মান যেন আজও অটুট।

দীর্ঘ নয় বছর ধরে আটকে থাকা দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পেতে চলেছে। এই খবরে যেমন নস্টালজিয়ায় ভাসছেন অনুরাগীরা, তেমনই আলোচনায় উঠে এল তাঁদের সম্পর্কের বর্তমান সমীকরণ।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে দেব বলেন,

“আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশে দাঁড়ালে কী বলব জানি না। আমি ওর কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব, যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার, সন্তান ও কেরিয়ার যেভাবে সামলাচ্ছে, তা প্রশংসনীয়। এটা মোটেই সহজ কাজ নয়।”

এই মন্তব্যই যেন আবারও প্রমাণ করে, সম্পর্ক না থাকলেও একে অপরের প্রতি শ্রদ্ধা রয়ে গিয়েছে গভীরভাবে।

দেবের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় শুভশ্রী বলেন,

“ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে, এমন নয়। তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় কথা। আর হ্যাঁ, আমি দেবকে ধন্যবাদ জানাব, আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে এবং প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভাল কাজ করছে।”

এক সময়ের কাছের দুই তারকা আজ হয়তো আলাদা পথে চলেছেন, কিন্তু তাঁদের পারস্পরিক সম্মানই যেন আজকের প্রজন্মের জন্য বড় বার্তা।

দূরত্বে নয়, সম্মানেই রয়ে গেল বন্ধন! শুভশ্রীর প্রশংসায় দেব, বললেন ‘আমি ওকে কী-ই বা দেব’

বর্তমানে শুভশ্রী একজন মা, একজন সফল অভিনেত্রী এবং পরিচালক রাজ চক্রবর্তীর সহধর্মিণী হিসেবে নিজের জগতে ব্যস্ত। অপরদিকে দেব একাধারে একজন অভিনেতা এবং সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সুনামের সঙ্গে।

একসঙ্গে প্রচারে না থাকলেও ‘ধূমকেতু’-কে ঘিরে তাঁদের এই বন্ধন আর শ্রদ্ধাই প্রমাণ করে, সম্পর্ক যতই বদলাক, মানুষ হিসাবে একে অপরের প্রতি সম্মানই শেষ পর্যন্ত টিকে থাকে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!