দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বঙ্গেও বাড়ছে কোভিড আতঙ্ক! রাজ্যে শুরু হল ‘মক ড্রিল’ – কেন্দ্রের কড়া বার্তা স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করার নির্দেশ

বঙ্গেও বাড়ছে কোভিড আতঙ্ক! রাজ্যে শুরু হল ‘মক ড্রিল’ – কেন্দ্রের কড়া বার্তা স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করার নির্দেশ

প্রকাশিত: ৫ জুন ২০২৫ | 🖊️ স্টাফ রিপোর্টার

দেশজুড়ে ফের একবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৪,৩০২। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলার সরকারি হাসপাতালগুলিতে বুধবার থেকে শুরু হয়েছে ‘মক ড্রিল’। মূল লক্ষ্য—অক্সিজেন সরবরাহ ব্যবস্থা সহ সমস্ত স্বাস্থ্য পরিকাঠামো ঝালিয়ে নেওয়া।

কী কারণে এই প্রস্তুতি?

গত ২ ও ৩ জুন স্বাস্থ্য মহাপরিচালক ডা. সুনীতা শর্মা উচ্চ পর্যায়ের বৈঠকে ডাকেন। সেখানে উপস্থিত ছিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তর, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সেল, আইসিএমআর সহ বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রতিনিধিরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, নয়া প্রজাতি ছোঁয়াচে হওয়ায় দ্রুত রোগীর সংখ্যা বাড়ছে। তাই আগে থেকেই সাবধানতা অবলম্বন করতেই হবে।

উপসর্গ মৃদু হলেও সতর্কতা জরুরি

চিকিৎসকদের মতে, যদিও নতুন কোভিড প্রজাতির উপসর্গ তুলনামূলকভাবে মৃদু, তবে যাঁদের শরীরে আগে থেকেই কিডনি বা ক্যানসারের মতো অসুস্থতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। জানুয়ারি থেকে ৪ জুন পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৪৪ জনের, যাঁদের প্রত্যেকেরই ছিল কো-মর্বিডিটি।

রাজ্যে কী পদক্ষেপ নেওয়া হয়েছে?

স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি হাসপাতালগুলিতে অক্সিজেন সাপ্লাই সিস্টেম থেকে শুরু করে আইসোলেশন বেড ও ভেন্টিলেটর প্রস্তুতি ফের যাচাই করা হচ্ছে। কেন্দ্রের কড়া বার্তা, ঝুঁকি না নিয়ে আগে থেকেই তৈরি থাকতে হবে।

বাংলার পরিস্থিতি

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এক চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছেন। সোমবার থেকে উপসর্গ দেখা দিলে লালারস পরীক্ষা করেন তিনি এবং রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ কলকাতার পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছে এক সাত মাসের শিশু। শিশুটির মধ্যে দেখা গিয়েছে জ্বর, শ্বাসকষ্ট, ও অরুচির লক্ষণ। ভাইরাল প্যানেল টেস্টে কোভিড ধরা পড়ে। চিকিৎসক সংযুক্তা দে জানিয়েছেন, এই প্রজাতির উপসর্গ হচ্ছে গা-পায়ে ব্যথা, জ্বর, পেটব্যথা ও পাতলা পায়খানা—যা সাধারণ ফ্লু’র মতোই।

বঙ্গেও বাড়ছে কোভিড আতঙ্ক! রাজ্যে শুরু হল ‘মক ড্রিল’ – কেন্দ্রের কড়া বার্তা স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করার নির্দেশ

🚨 কেন্দ্রের সতর্কবার্তা সাধারণ মানুষের জন্য:

  • জ্বর-সর্দি-কাশি নিয়ে বাইরে বেরবেন না
  • জনবহুল জায়গা এড়িয়ে চলুন
  • নাক-মুখ ঢেকে হাঁচি-কাশি দিন
  • পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
  • অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছায় খাবেন না

চিকিৎসকদের মতে, অনেকেই উপসর্গ হালকা ভাবছেন বলেই পরীক্ষা না করিয়ে বাইরে বেরিয়ে পড়ছেন। যার ফলে দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ। কোভিডের বিরুদ্ধে এই নতুন পর্বে প্রয়োজন আরও বেশি সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা।


📲 শেয়ার করুন এবং সাবধান থাকুন!
আপনিও যদি এই উপসর্গগুলির মধ্যে কোনও একটি অনুভব করেন, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!