পদপিষ্টের জেরে চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্য়াচ বাতিল, কেরলে সরতে পারে আয়োজন

পদপিষ্টের জেরে চিন্নাস্বামীতে বিশ্বকাপের ম্য়াচ বাতিল, কেরলে সরতে পারে আয়োজন
চিন্নাস্বামী স্টেডিয়াম

বেঙ্গালুরু, ১৪ অগস্ট: আশঙ্কা সত্যি হল। চিন্নাস্বামী স্টেডিয়ামে এবারের মহিলা ক্রিকেট বিশ্বকাপের ম্য়াচ আয়োজনের অনুমতি দিল না কর্ণাটক সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে চলতি বছরের শুরুতে আরসিবি আইপিএল জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে ১১ জন অনুরাগীর মর্মান্তিক মৃত্যু।

তদন্তে ধরা পড়ল নিরাপত্তা ঘাটতি
ঘটনার পর বিচারপতি জন মাইকেল ডি’কুনহা নেতৃত্বাধীন তদন্ত কমিটি চিন্নাস্বামী স্টেডিয়ামকে বড় পরিসরের আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের জন্য অনুপযুক্ত বলে ঘোষণা করে। রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়, স্টেডিয়ামের নকশা, প্রবেশ ও প্রস্থান পথ, পার্কিং ব্যবস্থা এবং ট্রাফিক সংযোগ—সবই নিরাপত্তার দিক থেকে অপর্যাপ্ত।

মুম্বইয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন 

বাতিল হল পাঁচটি গুরুত্বপূর্ণ ম্য়াচ
আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী, চিন্নাস্বামী স্টেডিয়ামে এবারের মহিলা ওয়ান-ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ (ভারত বনাম শ্রীলঙ্কা), একটি সেমিফাইনাল এবং আরও তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তালিকায় ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মতো হাই-ভোল্টেজ ম্যাচও ছিল। কিন্তু কর্ণাটক সরকারের এই সিদ্ধান্তে সেই আয়োজন ভেস্তে গেল।

কেরলে আয়োজনের সম্ভাবনা
সূত্রের খবর, এই ম্য়াচগুলি সরিয়ে দক্ষিণ ভারতের আরেক রাজ্য কেরলে আয়োজনের সম্ভাবনা প্রবল। তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়াম আপাতত প্রথম পছন্দ হিসেবে রয়েছে। কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট জয়েশ জর্জ ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁরা পরিকাঠামোগতভাবে প্রস্তুত এবং আয়োজনের ব্যাপারে আশাবাদী। যদিও আইসিসি এখনও পরিবর্তিত ভেন্যুর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন অনিশ্চয়তা
চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজন বাতিল হওয়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। বিশেষ করে বেঙ্গালুরুর দর্শকরা এ বছর মহিলা বিশ্বকাপের মতো বড় ইভেন্ট থেকে বঞ্চিত হলেন। এখন দেখার, আইসিসি কবে নতুন সূচি প্রকাশ করে এবং তিরুঅনন্তপুরমে আয়োজনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!