Ad_vid_720X90 (1)
Advertisment
আদার জৈনের বিয়েতে করিনা কাপুর, আলিয়া ভাট, অনন্যা পান্ডে ও করিশ্মার স্টাইলিশ শাড়ি লুক

আদার জৈনের বিয়েতে করিনা কাপুর, আলিয়া ভাট, অনন্যা পান্ডে ও করিশ্মার স্টাইলিশ শাড়ি লুক

বলিউডের জনপ্রিয় অভিনেতা আদার জৈন ও আলেখা আদবানির বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন চর্চা তুঙ্গে। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই তারকা খচিত অনুষ্ঠানে বলিউডের একাধিক তারকা হাজির হয়েছিলেন তাঁদের নজরকাড়া ফ্যাশন নিয়ে। বিশেষ করে করিনা কাপুর, আলিয়া ভাট, অনন্যা পান্ডে এবং করিশ্মা কাপুরের শাড়ি লুক ছিল সকলের নজরকাড়া। আসুন, দেখে নিই এই বলিউড অভিনেত্রীরা কী পরেছিলেন আদার ও আলেখার বিয়ের অনুষ্ঠানে।

আদার জৈনের বিয়েতে করিনা কাপুর, আলিয়া ভাট, অনন্যা পান্ডে ও করিশ্মার স্টাইলিশ শাড়ি লুক

করিনা কাপুরের লাল রিতু কুমার শাড়ি

করিনা কাপুর বিয়ের অনুষ্ঠানে নজর কেড়েছিলেন একটি লাল শাড়িতে, যার দাম প্রায় ১.৫ লাখ টাকা। ডিজাইনার রিতু কুমারের তৈরি এই শাড়িটি ছিল সিকুইন ও সূক্ষ্ম সূচিকর্মে ভরপুর। করিনার শাড়ির সঙ্গে মানানসই করে তিনি পরেছিলেন সুনিতা শেখাওয়াতের এমারেল্ড নেকলেস, যা তাঁর লুককে আরও রাজকীয় করে তুলেছিল।

অনন্যা পান্ডের তারুণ্যদীপ্ত তারুন তাহিলিয়ানি শাড়ি

অনন্যা পান্ডেও লাল রঙের শাড়ি বেছে নিয়েছিলেন, তবে তাঁর লুক ছিল আরও আধুনিক এবং ফ্রেশ। ডিজাইনার তারুন তাহিলিয়ানির তৈরি কাশিদা এমব্রয়ডারি করা পেইজলি মোটিফের শাড়িটি ছিল বেশ চমকপ্রদ। সঙ্গে ছিল জড়োসি ও মুক্তার কাজ করা বর্ডার এবং ম্যাচিং ব্লাউজ। এই লুক ছিল আরামদায়ক অথচ গ্ল্যামারাস।

করিশ্মা কাপুরের ক্লাসিক কাঞ্জিভরম শাড়ি

করিশ্মা কাপুর বেছে নিয়েছিলেন একটি ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি, যা ডিজাইন করেছিলেন তারুন তাহিলিয়ানি। ২.৯ লাখ টাকা মূল্যের এই শাড়িটি চ্যান্টিলি লেস ও সোয়ারভস্কি ক্রিস্টালের এমবেলিশমেন্ট দিয়ে সুসজ্জিত ছিল। করিশ্মা তাঁর শাড়ির সঙ্গে পরেছিলেন নবরত্ন ও পোলকি নেকলেস, যা তাঁকে আরও রাজকীয় লুক দিয়েছে।

আলিয়া ভাটের চকচকে সাব্যসাচী শাড়ি

আলিয়া ভাটের শাড়ির লুক ছিল পুরোপুরি গ্ল্যামারাস। তিনি পরেছিলেন গোলাপি রঙের একটি সিকুইন ও এমব্রয়ডারি করা সাব্যসাচী শাড়ি, যা ডিজাইনারের ‘দ্য হেরিটেজ কালেকশন’ থেকে নেওয়া। সঙ্গে ছিল তার নিজের জুয়েলারি ব্র্যান্ডের গয়না এবং আকোয়াজ্জুরার সিলভার প্ল্যাটফর্ম হিল। আলিয়ার এই স্টাইলিশ yet এলিগ্যান্ট লুক মুগ্ধ করেছে অনুরাগীদের।

বিয়ের আসরে ফ্যাশনের দৌড়ে এগিয়ে কারা?

এই তারকা-খচিত বিয়ের অনুষ্ঠানে করিনা কাপুরের রেড-হট লুক, অনন্যা পান্ডের তারুণ্যময় ফ্যাশন, করিশ্মার ক্লাসিক সাজ এবং আলিয়ার ঝলমলে লুক সকলের মন কেড়েছে। বলিউডের এই অভিনেত্রীদের ফ্যাশন সেন্স বরাবরই ট্রেন্ড সেট করে, আর আদার-আলেখার বিয়েও তার ব্যতিক্রম ছিল না।

বিয়ের সাজ এবং বলিউড ফ্যাশন ট্রেন্ড নিয়ে আরও আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!