দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বলিউড অভিনেতা ও প্রাক্তন মডেল মুকুল দেব প্রয়াত, বয়স হয়েছিল ৫৪

বলিউড অভিনেতা ও প্রাক্তন মডেল মুকুল দেব প্রয়াত, বয়স হয়েছিল ৫৪

২৪শে মে, ২০২৫: বলিউড, পাঞ্জাবি ও দক্ষিণী চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতায় পরিচিতি পাওয়া মুকুল দেব ৫৪ বছর বয়সে প্রয়াত হয়েছেন। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্রজগৎ।

অসুস্থ ছিলেন বেশ কয়েকদিন ধরেই ৷ জানা গিয়েছে, অসুস্থতার কারণে তিনি বেশ কিছুদিন আইসিইউতে ছিলেন ৷ আচমকা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ বলিউড তারকাদের ৷ অভিনেতার ভাই রাহুল দেব শোকে পাথর ।

মুকুল দেব ছিলেন একাধারে অভিনেতা ও প্রাক্তন মডেল। তিনি হিন্দি, পাঞ্জাবি, তেলেগু, তামিল, কন্নড়, বাংলা ও মালয়ালম ভাষার বহু চলচ্চিত্রে কাজ করেছেন। ছোটপর্দায় ১৯৯৬ সালে ‘মুমকিন’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। একই বছরে সুশমিতা সেনের বিপরীতে ‘দস্তক’ চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর।

কেমন ছিলেন মুকুল দেব?

নয়াদিল্লির সেন্ট কলম্বাস স্কুলের ছাত্র মুকুল দেব অ্যারোনটিক্স বিষয়ে প্রশিক্ষণ নেন ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যাভিয়েশন, রায়বেরেলি থেকে। অভিনয়ের পাশাপাশি তাঁর এই ভিন্নধর্মী শিক্ষা তাঁর সম্পর্কে আরও আকর্ষণীয় করে তোলে।

প্রয়াণের কারণ জানা যায়নি

মুকুল দেবের মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আসেনি। অভিনেতা বিন্দু দারা সিং একটি টুইট বার্তায় জানান, “বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভাই #MukulDev আর নেই! Son Of Sardaar 2 তে তাঁর শেষ কাজ দর্শকদের আনন্দ দেবে, এটা জানি।”

তিনি আরও জানান, “মুকুল দেব তাঁর বাবা-মায়ের মৃত্যুর পর থেকে অনেকটা একা হয়ে পড়েছিলেন, কারো সঙ্গে তেমন যোগাযোগ রাখতেন না। শেষ কয়েকদিনে শরীর ভীষণ খারাপ হয়ে পড়ে এবং হাসপাতালে ভর্তি হন। তাঁর ভাই ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা রইল।”

অভিনেত্রী দীপশিখা নাগপালও বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে মুকুল নেই।”

শোকপ্রকাশ

অভিনেতা মনোজ বাজপেয়ী একটি আবেগঘন টুইটে লেখেন, “শব্দে ব্যাখ্যা করা অসম্ভব মুকুলকে হারানোর এই বেদনা। উনি আমার ভাইয়ের মতো ছিলেন। এত তাড়াতাড়ি চলে যাওয়া মেনে নেওয়া যায় না। তাঁর পরিবার ও বন্ধুদের জন্য প্রার্থনা করি।”

স্মরণীয় চলচ্চিত্র ও কাজ

মুকুল দেবের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে Yamla Pagla Deewana, Son of Sardaar, R… Rajkumar, Jai Ho, ও 21 Sarfarosh – Saragarhi 1897। অভিনেতা নিজেই বলেছিলেন, “যে চরিত্রগুলি আমার জন্য তৈরি হয়, সেগুলিই আমি পেয়েছি। প্রতিযোগিতার ভিড়ে নিজস্ব একটি জায়গা করে নিতে পেরেছি, এটাই বড় প্রাপ্তি।”

তাঁর শেষ ছবি Son Of Sardaar 2 প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার অপেক্ষায়। এখন সেই ছবি হয়ে উঠবে তাঁর স্মৃতিচিহ্ন, যেখানে তিনি দর্শকদের মুখে হাসি ফোটাবেন শেষবারের মতো।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!