নিজস্ব প্রতিবেদন | শিশুদের আধার কার্ডে বড়সড় পরিবর্তন আনছে UIDAI (ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া)। আধার সংক্রান্ত নিয়ম অনুযায়ী ৫ বছর বয়সের পর শিশুদের ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান ও নতুন ছবি দিয়ে বায়োমেট্রিক আপডেট বাধ্যতামূলক। এবার এই আপডেট করা যাবে সরাসরি স্কুল থেকেই।
কী বলছে UIDAI?
UIDAI-র এক শীর্ষকর্তা জানাচ্ছেন, আগামী ২ মাসের মধ্যেই এই প্রকল্প শুরু হচ্ছে একাধিক ধাপে। লক্ষ্য, দেশের ৭ কোটিরও বেশি শিশু যাদের এখনও ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট হয়নি, তাদের তথ্য দ্রুত সুরক্ষিত ও আপডেট করা। UIDAI-এর CEO ভুবনেশ কুমার জানিয়েছেন, স্কুলভিত্তিক ক্যাম্পের মাধ্যমেই এই আপডেটের কাজ হবে।
কারা কারা আপডেটের আওতায়?
- যেসব বাচ্চারা ৫ বছর বয়সের আগে আধার পেয়েছে,
- তাদের ৭ বছর বয়স পেরোলেই বাধ্যতামূলকভাবে করতে হবে বায়োমেট্রিক আপডেট,
- না হলে আধার কার্ড ডি-অ্যাক্টিভেট হয়ে যেতে পারে।
আধার বায়োমেট্রিক আপডেটের নিয়ম:
বয়স | কী করতে হবে | খরচ |
---|---|---|
০-৫ | শুধু নাম, ঠিকানা, ছবি, জন্মতারিখ দিতে হবে, বায়োমেট্রিক নয় | ফ্রি |
৫-৭ | ফিঙ্গারপ্রিন্ট, আইরিস স্ক্যান, নতুন ছবি দিতে হবে | ফ্রি |
৭+ | আগের তথ্যগুলো আপডেট না করলে ডি-অ্যাক্টিভ | ₹100 (লেট ফি) |
নতুন এই স্কুল প্রজেক্টের সুবিধা কী?
- পিতামাতাকে আর আলাদা করে আধার সেন্টারে যেতে হবে না,
- সময়মতো আপডেট হয়ে যাবে আধার তথ্য,
- সরকারি পরিষেবাগুলিতে (স্কলারশিপ, পিএম পুষ্টিকর খাদ্য ইত্যাদি) বাধা পড়বে না।
🔔 UIDAI-এর সতর্কবার্তা:
- সময়মতো Mandatory Biometric Update (MBU) না করলে আধার নম্বর নিষ্ক্রিয় হয়ে যাবে।
- তাই শিশু যখন ৫ কিংবা ৭ বছর পেরোয়, তখনই স্কুল বা আধার কেন্দ্র থেকে এই আপডেট করিয়ে নেওয়া বাধ্যতামূলক।
UIDAI-এর এই নতুন উদ্যোগ শিশুদের আধার আপডেট প্রক্রিয়াকে সহজ ও কার্যকরী করে তুলবে। পিতামাতারাও নিশ্চিন্তে তাদের সন্তানের তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। স্কুল থেকেই যদি এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়, তবে সময় ও অর্থ দুই-ই সাশ্রয় হবে।
👉 আপনার সন্তানের বয়স যদি ৫ বা ৭ বছর হয়ে গিয়ে থাকে, তবে এখনই জেনে নিন নিকটবর্তী স্কুল ক্যাম্প সম্পর্কে এবং আধার আপডেট করিয়ে নিন সময় থাকতেই।