দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

✈ বিমানে বসেই রূপচর্চা! ফেস মাস্ক পরে শুয়ে পড়লেন তরুণী, ভাইরাল ভিডিয়ো 📹


বিমানে দীর্ঘ যাত্রার সময় অনেকেই বই পড়েন, গান শোনেন বা ঘুমিয়ে পড়েন। কিন্তু এক তরুণী ঠিক করলেন একটু ব্যতিক্রমী কিছু করবেন। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা গিয়েছে, বিমানে বসেই রূপচর্চা শুরু করেন তিনি। মুখে ফেস মাস্ক লাগিয়ে বিশ্রাম নিতে দেখা যায় তাঁকে। আশেপাশের যাত্রীরা যখন খাবার নিচ্ছিলেন, তখনই বিমানকর্মীর নজরে আসে তাঁর এই কাণ্ড। প্রথমে অবাক হলেও পরে হেসে ফেলেন তিনি।


‘সোমাইয়া আওয়ান’ নামের ইনস্টাগ্রাম ব্যবহারকারীর শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী নিজের ত্বকের যত্ন নিতে ফেস মাস্ক লাগান। এরপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাস্ক খুলে দেখান তাঁর ত্বকের উজ্জ্বলতা কতটা বেড়েছে। তাঁর অনুসারীর সংখ্যা ইতিমধ্যেই সাড়ে তিন লক্ষের কাছাকাছি।


এই ভিডিয়ো দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলেছেন, ‘দারুণ আইডিয়া! লম্বা যাত্রার সময় ত্বকের যত্ন নেওয়া সত্যিই দরকার।’ আবার কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘এটা যদি ট্রেনে করতেন, তবে কী হত!’

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!