দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা: ক্লাস চলাকালীন স্কুল বিল্ডিংয়ের উপর ভেঙে পড়ল এয়ারফোর্সের যুদ্ধবিমান, মৃত অন্তত ২০, জখম ১৭০-র বেশি

বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা: ক্লাস চলাকালীন স্কুল বিল্ডিংয়ের উপর ভেঙে পড়ল এয়ারফোর্সের যুদ্ধবিমান, মৃত অন্তত ২০, জখম ১৭০-র বেশি

এক ভয়ঙ্কর ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রইল ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। দুপুরের ক্লাস চলাকালীন হঠাৎ করেই আকাশ থেকে ভেঙে পড়ল বাংলাদেশ বিমানবাহিনীর একটি চীনে তৈরি F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান। টিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাস্থল মুহূর্তে আগুন ও ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়।


কী ঘটেছিল ঠিক?

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকট শব্দে একটি বিমান খুব নিচে নেমে আসে এবং সরাসরি স্কুল বিল্ডিংয়ের সামনের অংশে আছড়ে পড়ে। তিনতলা ভবনের উপর আঘাত হানার সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ছাত্রছাত্রীরা তখন ক্লাসে ছিল। হঠাৎ আগুনে অনেকেই দগ্ধ হয়, কিছু ছাত্র গুরুতর আহত অবস্থায় বেরিয়ে আসে। ভিডিও ফুটেজে দেখা গেছে, কয়েকজন ছাত্র পুরোপুরি পুড়ে গিয়েছে এবং রক্তাক্ত অবস্থায় দৌড়ে বেড়াচ্ছে।


উদ্ধারকাজ: রিকশাভ্যানে চাপিয়ে হাসপাতালে দৌড়

দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনার পরপরই অ্যাম্বুলেন্স না পৌঁছনোয়, সেনাকর্মীরা নিজেরাই আহতদের উদ্ধার করে রিকশাভ্যান ও অন্যান্য যানবাহনে চাপিয়ে হাসপাতালে নিয়ে যান।

ছ’টি আলাদা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এর মধ্যে ৩০ জনকে ভর্তি করা হয়েছে ন্যাশনাল ইন্সটিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে

একজন শিক্ষক জানান, বিমানটি তিন তলার সামনের দিক ভেঙে ফেললে অনেক ছাত্র আটকে পড়ে যায়। শিক্ষক-স্টাফরা ঝুঁকি নিয়ে ছাত্রদের উদ্ধার করতে শুরু করেন। এরপর সেনাকর্মীরাও সাহায্যে এগিয়ে আসেন।


এখনো অজানা কারণ, তদন্তের নির্দেশ

বাংলাদেশ বায়ুসেনা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে এখনো পর্যন্ত দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানায়নি।

অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস জানান, “এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে একটি পূর্ণাঙ্গ তদন্ত হবে। আমরা ক্ষতিগ্রস্ত প্রত্যেকের পাশে থাকব।”


প্রতিবেশীর প্রতিক্রিয়া: ভারতের প্রধানমন্ত্রীর শোক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)–এ শোক জানিয়ে লিখেছেন, “বাংলাদেশের এই দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রয়োজনে আমরা সহযোগিতা করব।”


বারবার ভেঙে পড়ছে F-7: চীনা প্রযুক্তি নিয়ে প্রশ্ন

এটাই চলতি বছরে F-7 বিমানের দ্বিতীয় বড় দুর্ঘটনা। কিছুদিন আগে মায়ানমার বিমান বাহিনীর F-7 সাগাইং অঞ্চলে ভেঙে পড়ে, সেখানেও পাইলটের মৃত্যু হয়। চীনা এই যুদ্ধবিমানের মান নিয়ে এখন আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে।

শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি ভারতের আমদাবাদেও ঘটে যায় একটি বড়সড় বিমান দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ায় মারা যান প্রায় ২৭০ জন। উপমহাদেশে বিমান নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন আশঙ্কা।

স্কুলে ক্লাস চলাকালীন বায়ুসেনার প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ার মতো ভয়াবহ ঘটনা বাংলাদেশের ইতিহাসে বিরল। এই দুর্ঘটনা শুধু শিক্ষাব্যবস্থার নিরাপত্তা নয়, বিমান প্রযুক্তি, যুদ্ধবিমান প্রশিক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনার ওপরেও এক কঠিন প্রশ্ন তুলছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!