দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

আভেরি সিনহা রায় ‘আমার বস’ ছবিতে রাখী গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত, মায়ের উদ্দেশ্যে লিখলেন আবেগঘন পোস্ট

আভেরি সিনহা রায় ‘আমার বস’ ছবিতে রাখী গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত, মায়ের উদ্দেশ্যে লিখলেন আবেগঘন পোস্ট

অভিনেত্রী আভেরি সিনহা রায় এখন খুশির জোয়ারে ভাসছেন! বহু প্রতীক্ষিত বাংলা ছবি ‘আমার বস’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। পরিচালনার দায়িত্বে রয়েছেন জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তবে এই আনন্দের কারণ শুধু এটুকুই নয়, কারণ এই ছবিতে তিনি ভাগ করে নিয়েছেন স্ক্রিন বলিউড ও টলিউডের কিংবদন্তি অভিনেত্রী রাখী গুলজার-এর সঙ্গে।

আভেরি সিনহা রায় ‘আমার বস’ ছবিতে রাখী গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত, মায়ের উদ্দেশ্যে লিখলেন আবেগঘন পোস্ট
আভেরি সিনহা রায়

মায়ের স্বপ্নপূরণে আবেগপ্রবণ আভেরি

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে অ্যাভেরি জানিয়েছেন, তাঁর মা চেয়েছিলেন তিনি Windows Production-এর ছবিতে অভিনয় করুন। সেই স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত অভিনেত্রী লিখেছেন—

“জীবনে সবারই কিছু স্বপ্ন থাকে। যখন তা পূরণ হয়, তখন মনে হয় যেন পাহাড় আর সমুদ্র একসঙ্গে খুঁজে পেলাম। আমরা যখন ‘ইচ্ছে’ সিনেমাটি দেখেছিলাম, তখন মা বলতেন, ‘কবে যে তোকে Windows Production-এর ছবিতে দেখব, নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায়!’ দেখো মা, তোমার সেই স্বপ্ন সত্যি হয়েছে! শুধু তাই নয়, তোমার মেয়ে রাখী জি-এর সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছে!”

‘আমার বস’ সিনেমা নিয়ে অভিনেত্রীর উচ্ছ্বাস

আভেরি জানিয়েছেন, ‘আমার বস’ শুধুমাত্র একটা ছবি নয়, এটি তাঁর এবং তাঁর বসের স্বপ্নপূরণের প্রতীক। তিনি মজা করে লেখেন—

“আমার বস খুশিতে আটখানা, আর যখন বস খুশি থাকেন, তখন আমার প্রমোশন অবধারিত!”

আভেরি সিনহা রায় ‘আমার বস’ ছবিতে রাখী গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করে উচ্ছ্বসিত, মায়ের উদ্দেশ্যে লিখলেন আবেগঘন পোস্ট

মুক্তির তারিখ ও প্রত্যাশা

রাখী গুলজার, আভেরি সিনহা রায় এবং অন্যান্য তারকাদের অভিনীত ‘আমার বস’ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ৯ মে।

আভেরি তাঁর পোস্টের শেষে পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সহ-অভিনেতা এবং গোটা টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

ভক্তদের উচ্ছ্বাস ও শুভেচ্ছা

আভেরির আবেগঘন পোস্টের পর থেকেই তাঁর ভক্তরা ও ইন্ডাস্ট্রির সহকর্মীরা শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন। ইতিমধ্যেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে।

এই হৃদয়গ্রাহী গল্প ও প্রতিভাবান অভিনেতাদের অভিনয় নিয়ে ‘আমার বস’ হতে চলেছে একটি স্মরণীয় সিনেমাটিক অভিজ্ঞতা!

🔹 মুক্তি: ৯ মে
🔹 পরিচালনা: নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়
🔹 অভিনয়ে: রাখী গুলজার, আভেরি সিনহা রায় এবং আরও অনেকে

তাহলে তৈরি হয়ে যান, আপনার কাছের সিনেমা হলে আসছে ‘আমার বস’! 🎬✨

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!