এশিয়া কাপ ২০২৫: ৯ উইকেটে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু ভারতের, রেকর্ড লজ্জায় আমিরশাহি

আমিরশাহিকে অল আউট করার পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস। ছবি: পিটিআই

যা হওয়ার তাই হল! এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ৯ উইকেটে উড়ে গেল আমিরশাহি, দুরন্ত সূর্যকুমারদের ভারত

অভিষেক-শুভমনদের আগুনে ব্যাটিং, কুলদীপ-শিবম-বরুণদের স্পিনের ঝড়ে ভেঙে পড়ল UAE

এশিয়া কাপ ২০২৫ শুরুতেই একপেশে লড়াই। টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। আর সেই সিদ্ধান্ত কতটা সঠিক ছিল তা প্রমাণ করতে দেরি করেননি কুলদীপ যাদব, শিবম দুবে ও বরুণ চক্রবর্তী। মাত্র ৫৮ রানে অল আউট হল সংযুক্ত আরব আমিরশাহি। জবাবে ভারতের ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিলের দাপুটে ব্যাটিংয়ে মাত্র ২৭ বলেই ম্যাচ শেষ!


আমিরশাহির ব্যাটিং ভরাডুবি

শুরুর দিকে ওপেনার আলিশান শরাফু কয়েকটি বড় শট খেললেও ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতে পারলেন না কেউ।

  • কুলদীপ যাদব নিয়েছেন ৪ উইকেট
  • শিবম দুবে ৩ উইকেট
  • বরুণ চক্রবর্তী ১ উইকেট

মাত্র ৮ ওভার পর্যন্ত ভালো অবস্থানে থাকলেও হঠাৎ করেই ৫.১ ওভারে ১০ রানে ৮ উইকেট হারিয়ে ভেঙে পড়ে আমিরশাহি।


ভারতের সহজ জয়

টার্গেট ছিল মাত্র ৫৯ রান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন অভিষেক শর্মা।

  • প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি।
  • ৩০ রান করে আউট হলেও শুভমন গিল রইলেন অপরাজিত।
  • ৯৩ বল হাতে রেখেই ভারত ম্যাচ জিতে নেয়।

এতে বোঝা গেল ভারত একেবারেই রিল্যাক্সড ছিল। কোচ গৌতম গম্ভীর ডাগ আউটে বসেই হাই তুলছিলেন, যেন আগেই জানতেন এ ম্যাচ ভারতের জন্য সহজ।


রেকর্ডের খাতায় নতুন লজ্জা UAE-র

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড গড়ল সংযুক্ত আরব আমিরশাহি। এর আগে ভারত এত দ্রুত কখনও প্রতিপক্ষকে গুটিয়ে দেয়নি।


সামনে পাকিস্তান ম্যাচ

রবিবার এই একই মাঠে ভারত-পাকিস্তান মহারণ। ভারত যেভাবে ব্যাটে-বলে ছন্দে রয়েছে, তাতে পাকিস্তান শিবিরে ইতিমধ্যেই চিন্তার ভাঁজ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!