Asia Cup 2025: শুভমন গিল সহ-অধিনায়ক, বুমরা ফিরলেন দলে, সুযোগ পেলেন না শ্রেয়স আইয়ার

এশিয়া কাপের দল বাছাইয়ের জন্য বিসিসিআইয়ের বৈঠক Source : বিসিসিআই

মুম্বই: অবশেষে ঘোষিত হল এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর জন্য ভারতীয় দল। প্রত্যাশা মতোই দলে জায়গা পেলেন একাধিক তারকা ক্রিকেটার। নেতৃত্বে রয়েছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে সবথেকে বড় চমক শুভমন গিলের (Shubman Gill) প্রত্যাবর্তন। এক বছরেরও বেশি সময় পরে ভারতীয় টি-টোয়েন্টি দলে ফিরেই সহ-অধিনায়কের (vice-captain) দায়িত্ব পেলেন তিনি।

যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)-ও চোট সারিয়ে আবারও ফিরেছেন দলে। তবে বাদ পড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। বিশেষজ্ঞদের মতে, আইয়ারের বাদ পড়া প্রত্যাশিত হলেও জয়সওয়ালকে না রাখার সিদ্ধান্ত অনেককেই অবাক করেছে। এছাড়া মহম্মদ সিরাজকেও (Mohammed Siraj) রাখা হয়নি দলে। জানা গিয়েছে, তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্যই বিশ্রাম দেওয়া হয়েছে।


এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতীয় দল (India Squad for Asia Cup 2025):

  • সূর্যকুমার যাদব (অধিনায়ক)
  • শুভমন গিল (সহ-অধিনায়ক)
  • অভিষেক শর্মা
  • সঞ্জু স্যামসন
  • তিলক বর্মা
  • হার্দিক পাণ্ড্য
  • শিবম দুবে
  • অক্ষর পটেল
  • জিতেশ শর্মা
  • বরুণ চক্রবর্তী
  • কুলদীপ যাদব
  • অর্শদীপ সিংহ
  • যশপ্রীত বুমরা
  • হর্ষিত রানা
  • রিঙ্কু সিংহ

গুরুত্বপূর্ণ দিক

  1. গিলের কামব্যাক: এক বছরেরও বেশি সময় পর দলে ফিরেই সহ-অধিনায়কের দায়িত্ব পেলেন শুভমন গিল।
  2. বুমরার প্রত্যাবর্তন: ভারতের পেস আক্রমণে নতুন মাত্রা যোগ করবেন যশপ্রীত বুমরা।
  3. আইয়ার ও জয়সওয়ালের অনুপস্থিতি: এই দুজনকে না রাখা নিয়ে ইতিমধ্যেই আলোচনায় মেতেছে ক্রিকেট মহল।
  4. সিরাজের বিশ্রাম: টানা খেলায় চাপে থাকা সিরাজকে এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

এশিয়া কাপ সবসময়েই ভারতের জন্য প্রস্তুতির মঞ্চ হয়ে এসেছে। এবারও সেই একই ছবি। নেতৃত্বে সূর্যকুমার, সহ-অধিনায়ক শুভমন গিল এবং ফিট হয়ে যশপ্রীত বুমরার দলে ফেরা নিঃসন্দেহে ভারতীয় দলের শক্তি বাড়াবে। তবে শ্রেয়স আইয়ার ও যশস্বী জয়সওয়ালের বাদ পড়া নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার, এই দল নিয়ে এশিয়া কাপে কতটা এগোতে পারে ভারত।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!