কাট-কপি-পেস্ট, শাহরুখের লুকে সিরিজ প্রমোশনে আরিয়ান খান! নেটফ্লিক্সে আসছে চমকপ্রদ ডেবিউ

কাট-কপি-পেস্ট, শাহরুখের লুকে সিরিজ প্রমোশনে আরিয়ান খান! নেটফ্লিক্সে আসছে চমকপ্রদ ডেবিউ

বলিউডের বাদশাহ শাহরুখ খান (Shahrukh Khan) মানেই রোমান্সের জাদু। সেই জাদুকরী আবহ এবার নতুন করে হাজির করলেন তাঁর ছেলে আরিয়ান খান (Aryan Khan), তবে নায়ক নয়, বরং পরিচালক হিসেবে। ক্যামেরার সামনে নয়, এবার পিছনে দাঁড়িয়েই আলোড়ন তুলতে চলেছেন কিং-পুত্র।

কাট-কপি-পেস্ট, শাহরুখের লুকে সিরিজ প্রমোশনে আরিয়ান খান! নেটফ্লিক্সে আসছে চমকপ্রদ ডেবিউ

শাহরুখ লুকে চমকপ্রদ প্রমোশন

হাতে ভায়োলিন, মায়াবী চোখে আবেগমাখা দৃষ্টি, আর কণ্ঠে বাবার হিট ডায়লগ—”এক লড়কি থি দিওয়ানি সি…”। প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই চমকে গেছেন ফ্যানরা। শাহরুখ খানের মতোই একই স্টাইল, একই ম্যানারিজমে প্রমোশন শুরু করলেন আরিয়ান। দর্শক মনে প্রশ্ন—এটা কি স্বপ্ন নাকি বাস্তব!

ডিরেক্টর হিসেবে প্রথম পদক্ষেপ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত কিং খানের ছেলে হয়েও অভিনয়ে নয়, পরিচালনাতেই নিজের প্রথম কেরিয়ার গড়তে চাইছেন আরিয়ান। সমালোচনা ও তুলনা এড়াতে তিনি বেছে নিয়েছেন ক্যামেরার পেছনের দুনিয়া। তাঁর প্রথম বড় সিরিজ নিয়েই এখন বলিউডে তুমুল আলোচনা।

শাহরুখ নিজেও ছেলের কাজ দেখে গর্বিত। সোশ্যাল মিডিয়ায় ঝলক শেয়ার করে তিনি ছেলের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।

সিরিজে কী থাকছে?

নেটফ্লিক্সে (Netflix) ২০ আগস্ট মুক্তি পেতে চলেছে এই বিশেষ সিরিজ। জানা গিয়েছে, রোমান্স ও অ্যাকশনের মিশেলে বলিউডি গল্পের ভিন্ন স্বাদ দেবেন আরিয়ান। অভিনয়ে থাকছেন মোনা সিং (Mona Singh) ও মনোজ পাহওয়া (Manoj Pahwa)।

ট্রেলার অনুযায়ী, মিষ্টি প্রেমের গল্পের মধ্যেই রয়েছে চমকে দেওয়া ডেস্টিনি টুইস্ট। বাস্তব ও রিলের মিশেলে গড়ে উঠবে নতুন প্রজন্মের জন্য এক অনন্য শো।

আরিয়ানের বার্তা

প্রমোশনে তিনি স্পষ্ট জানিয়েছেন—
“অভ্যাস করে নিন। কারণ আমার শো-তেও অনেক বেশি বাড়াবাড়ি রয়েছে। বলিউডে এত দিন অনেক ভালবাসা দেখেছেন, আমিও তাই দেখাব। অনেকটা ভালবাসা, আর তার সঙ্গে যুদ্ধ।”

দর্শকের জন্য অপেক্ষা

শাহরুখ ফ্যানদের কাছে এই সিরিজ ইতিমধ্যেই বিশেষ আকর্ষণ। বাবা-ছেলের এই জুটি একেবারে নতুন রূপে হাজির হতে চলেছে। এখন দেখার পালা, ডিরেক্টর হিসেবে প্রথম সিরিজ দিয়ে কতটা মাত করতে পারেন আরিয়ান খান।


Release Date: ২০ আগস্ট ২০২৫, নেটফ্লিক্সে

Cast: মোনা সিং, মনোজ পাহওয়া

Director: আরিয়ান খান

আপনার কি মনে হয় শাহরুখ খানের মতোই জাদু তৈরি করতে পারবেন আরিয়ান? নাকি নতুন প্রজন্মকে নিয়ে একেবারে আলাদা সিনেমাটিক অভিজ্ঞতা আসছে? মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!