দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

কাশ্মীর হামলার প্রতিবাদে বাতিল করা হল কলকাতার গ্ল্যামারাস পার্টি, সিদ্ধান্ত নিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান

কাশ্মীর হামলার প্রতিবাদে বাতিল করা হল কলকাতার গ্ল্যামারাস পার্টি, সিদ্ধান্ত নিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান

কাশ্মীরের পহেলগাওয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনায় উত্তাল গোটা দেশ। ঘটনায় শহীদ হয়েছেন একাধিক জওয়ান। এই রক্তাক্ত ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মনেও। বলিউড থেকে টলিউড, সমাজমাধ্যমে একের পর এক সেলেব জানাচ্ছে ক্ষোভ, সমবেদনা। এই আবহে এক আবেগঘন সিদ্ধান্ত নিলেন শাহরুখ পুত্র আরিয়ান খান।

আগামী ২৬ শে এপ্রিল কলকাতায় একটা বিলাসবহুল পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ উপলক্ষে টলি ও বলি ইন্ডাস্ট্রির নামজাদা সেলেবদের আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে। জানা যাচ্ছে নুসরত জাহান, মিমি, শুভশ্রী, রুক্মিণী, ঐন্দ্রিলা, তৃণা সাহা, সুস্মিতা চট্টোপাধ্যায়ের মতো বহু তারকাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

তবে সেই পার্টি আর হচ্ছে না।

আরিয়ান খানের টিম জানালেন – “দেশের এই কঠিন পরিস্থিতিতে আমরা আনন্দ করতে পারি না। পোহেলগাওয়ের এই মর্মান্তিক ঘটনার পর আরিয়ান নিজেই সিদ্ধান্ত নেন এই অনুষ্ঠান বাতিল করার। দেশের পাশে থাকাটাই এখন সবচেয়ে জরুরি।”

পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ানের বোন সুহানা খান এবং তাদের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদেরও। কিন্তু জঙ্গি হামলার ভয়াবহতা তাদেরও বিচলিত করেছে।


এই সিদ্ধান্তের মাধ্যমে আরিয়ান দেখিয়ে দিলেন , সেলেব হওয়া মানেই শুধু গ্ল্যামার নয়, দায়িত্ববোধও।

পেহেলগাওয়ের এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন হিনা খান, সোনাক্ষি সিনহা, গৌহর খান সহ বলিউডের বহু তারকা। তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তাদের দুঃখ ও রাগের কথা।

দেশের এই সংকটজনক সময় আরিয়ান খানের এমন পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন।


আরও বলিউড টলিউড আপডেট পেতে আমাদের ফলো করুন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!