অমিতাভ বচ্চন: অ্যাকশনের নায়ক থেকে বয়সের লড়াই — ছোট ছোট কাজেও সমস্যায় পড়ছেন বিগ বি

অমিতাভ বচ্চন: অ্যাকশনের নায়ক থেকে বয়সের লড়াই — ছোট ছোট কাজেও সমস্যায় পড়ছেন বিগ বি

কলকাতা: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। যাঁর কড়া চোখের চাহনি, ডায়লগ ডেলিভারি আর অ্যাকশন ভঙ্গিমা মুগ্ধ করেছে প্রজন্মের পর প্রজন্মকে। কিন্তু সময়ের নিয়মে তিনিও আজ ৮২-তে পা দিয়েছেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরেও এসেছে নানা সমস্যা। আর সেই অভিজ্ঞতার কথা নিজেই জানালেন ভক্তদের কাছে।

অমিতাভ বচ্চন: অ্যাকশনের নায়ক থেকে বয়সের লড়াই — ছোট ছোট কাজেও সমস্যায় পড়ছেন বিগ বি

অভিনেতা জানিয়েছেন, এখন ছোটখাটো কাজ করতেও অসুবিধা হয় তাঁর। যেমন ট্রাউজার পরার মতো কাজও তাঁর কাছে বিপজ্জনক মনে হয়। চিকিৎসকেরা তাঁকে পরামর্শ দিয়েছেন, তিনি যেন বসে ট্রাউজার পরেন। প্রথমে বিষয়টিকে অবিশ্বাস্য মনে হলেও পরে বিগ বি স্বীকার করেছেন, ডাক্তারদের পরামর্শ একেবারে সঠিক।


রবিবারের ‘জলসা’তে চিন্তিত অমিতাভ

অমিতাভ নিয়মিত সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন। প্রতি রবিবার মুম্বইয়ের বাংলো ‘জলসা’-র সামনে ভক্তদের সঙ্গে দেখা করাটা তাঁর জীবনের অঙ্গ। তবে সম্প্রতি অভিনেতা জানিয়েছেন, বয়সের কারণে শারীরিক অস্বস্তি ছাড়াও মানসিক চিন্তাও তাঁকে গ্রাস করে। তিনি ভাবেন, একদিন হয়তো অনুরাগীরা আর আসবেন না, কিংবা সংখ্যা কমে যাবে। তবে হাততালি আর ভালোবাসা শুনলেই আবার মন ভরে ওঠে তাঁর।

অমিতাভ বচ্চন: অ্যাকশনের নায়ক থেকে বয়সের লড়াই — ছোট ছোট কাজেও সমস্যায় পড়ছেন বিগ বি

শরীরচর্চা, যোগা ও নিয়মিত রুটিনে ভরসা

শরীরের এই সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য অমিতাভ বচ্চন নিয়মিত শরীরচর্চা করেন। হালকা যোগা করেন, ওষুধ খান এবং চিকিৎসকের পরামর্শ মেনে জীবনযাত্রায় পরিবর্তন আনেন। তিনি লিখেছেন, “তাড়াতাড়ি ঘুমনো আর তাড়াতাড়ি ওঠা শুধু রূপক নয়, এটা সত্যিই শরীরের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।”

অমিতাভ বচ্চন: অ্যাকশনের নায়ক থেকে বয়সের লড়াই — ছোট ছোট কাজেও সমস্যায় পড়ছেন বিগ বি

একসময় পর্দায় অ্যাকশনের ঝড়, আজ বয়সের কাছে নতি

অমিতাভ বচ্চন: অ্যাকশনের নায়ক থেকে বয়সের লড়াই — ছোট ছোট কাজেও সমস্যায় পড়ছেন বিগ বি
‘জঞ্জির’

অমিতাভ বচ্চন একসময় বলিউডে ‘অ্যাঙ্গ্রি ইয়ং ম্যান’ হিসেবে পরিচিত ছিলেন। ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’-র মতো ছবিতে তাঁর দাপুটে উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছিল। আজ বয়সের কারণে অনেক কিছুই থমকে গেছে, কিন্তু দর্শকের ভালোবাসা এখনও আগের মতোই অটুট।

অমিতাভ বচ্চন: অ্যাকশনের নায়ক থেকে বয়সের লড়াই — ছোট ছোট কাজেও সমস্যায় পড়ছেন বিগ বি
দিওয়ার

অমিতাভ বচ্চনের জীবনের এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, বয়স কারও জন্য থেমে থাকে না। তবে নিজের শরীরের যত্ন, নিয়মিত শরীরচর্চা আর ইতিবাচক মানসিকতা দিয়েই অনেক কিছু জয় করা যায়। বিগ বি-র মতো সুপারস্টারও যখন নিজের দুর্বলতা শেয়ার করেন, তখন ভক্তদের কাছে সেটি হয়ে ওঠে প্রেরণার গল্প।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!