দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

আলিয়া ভাটের কান ডেবিউ: গয়না ছাড়াই প্যাস্টেল গাউনে নজর কাড়লেন বলিউড ডিভা!

আলিয়া ভাটের কান ডেবিউ: গয়না ছাড়াই প্যাস্টেল গাউনে নজর কাড়লেন বলিউড ডিভা!

প্রকাশের তারিখ: ২৪ মে, ২০২৫
প্রতিবেদক: ওয়েব ডেস্ক

আলিয়ার কান ডেবিউ: কানে দুল, প্যাস্টেল গাউন আর একরাশ প্রশংসা

২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো রেড কার্পেটে পা রাখলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে প্রথমে কানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও, পরিস্থিতি স্বাভাবিক হতেই সেই সিদ্ধান্ত বদলান তিনি।

রেড কার্পেটে আলিয়া হাজির হন একটি প্যাস্টেল রঙের ফ্লোরাল গাউনে, যেখানে হাঁটুর নিচে ফ্রিল ডিজাইন যুক্ত ছিল। আলাদা করে কোনও গয়না না পরে, কেবল কানে দুল আর সিম্পল খোঁপায় ভিনটেজ লুকেই মন জয় করে নেন অনুরাগীদের।

💄 নিউড মেকআপ ও ক্লাসিক হেয়ারস্টাইল

আলিয়ার কানের লুক সম্পূর্ণ করেছেন নিউড মেকআপ ও ক্লাসিক খোঁপা। পুরো সাজে ছিল একটি নান্দনিক মিনিমালিস্ট সৌন্দর্য। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন বিখ্যাত ফ্যাশন স্টাইলিস্ট রিয়া কাপুর।

📱 সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আলিয়ার লুক

আলিয়া ভাট নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কান লুকের একাধিক ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ইনস্টাস্টোরিতে শেয়ার করেছেন একটি সাদা-কালো ছবি, যেখানে তাঁকে দেখা গেছে চিনা স্টাইলের হাতপাখা দিয়ে মুখ ঢেকে রাখতে। এই স্টানিং ভিনটেজ লুকে তাঁকে দেখে মুগ্ধ ভক্তরা।

💬 নেটিজেনদের প্রতিক্রিয়া: “আলিয়া একেবারে রানির মতো”

নেটদুনিয়ায় আলিয়া ভাটের এই গাউন লুক প্রশংসায় ভাসছে। এক জন নেটিজেন লিখেছেন, “অসাধারণ লাগছে আলিয়াকে এই পোশাকে।” আবার কেউ তাঁকে “ডিভা” বলেও সম্বোধন করেছেন। অনেকে আবার লিখেছেন, “আলিয়া একেবারে রানির মতো”।

আলিয়া ভাটের এই ফ্যাশনেবল কান ডেবিউ নিঃসন্দেহে বলিউড এবং ফ্যাশন দুনিয়ার অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ভবিষ্যতে আরও এমন নজরকাড়া উপস্থিতির অপেক্ষায় রইল নেটপাড়া।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!