দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

২০ ডিগ্রির নিচে নয়! এসির তাপমাত্রা নিয়ে কড়া সিদ্ধান্ত কেন্দ্রের, জানুন নতুন নিয়মে কী কী বদল আসছে

২০ ডিগ্রির নিচে নয়! এসির তাপমাত্রা নিয়ে কড়া সিদ্ধান্ত কেন্দ্রের, জানুন নতুন নিয়মে কী কী বদল আসছে

দেশজুড়ে যখন ভয়ানক তাপপ্রবাহ চলছে, তখন স্বস্তির আশায় মানুষ ছুটছে এসির ঠান্ডা হাওয়ার দিকে। কিন্তু সেই আরামও এবার সীমাবদ্ধ হতে চলেছে সরকারের নতুন সিদ্ধান্তে। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টর সম্প্রতি জানিয়েছেন, এসির তাপমাত্রা আর ইচ্ছেমতো বাড়ানো বা কমানো যাবে না। শীঘ্রই এ নিয়ে কেন্দ্রীয় নির্দেশিকা জারি হতে চলেছে।

👉 নতুন নিয়ম কী বলছে?
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ি, অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান এমনকি গাড়িতেও চালানো এসির সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রির উপরে রাখা যাবে না। অর্থাৎ কেউ যদি ১৬–১৮ ডিগ্রিতে এসি চালানোর অভ্যাসে থাকেন, তাকে এবার বদল আনতেই হবে।

🌱 কেন এমন সিদ্ধান্ত?
সরকার জানিয়েছে, এই নিয়ম মূলত পরিবেশ রক্ষার উদ্দেশ্যে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় করাও অন্যতম কারণ। প্রতি ১ ডিগ্রি বেশি তাপমাত্রা রাখলে বিদ্যুৎ খরচ ৬% পর্যন্ত কমে যায়। উদাহরণস্বরূপ, যদি ১৭ ডিগ্রির বদলে ২৪ ডিগ্রিতে এসি চালানো হয়, তাহলে প্রায় ৩৬% বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।

📊 সরকারের হিসাব বলছে:
এই নিয়ম কার্যকর হলে বছরে প্রায় ১০০০ কোটি ইউনিট বিদ্যুৎ বাঁচানো সম্ভব। এর ফলে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনই কার্বন নিঃসরণ কমে যাবে, অর্থাৎ পরিবেশও থাকবে দূষণমুক্ত।

📌 BEEl (ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি)-এর পরামর্শ:
২০২০ সালেই বিইই জানিয়েছিল, এসির আদর্শ তাপমাত্রা ২৪–২৫ ডিগ্রি সেলসিয়াস। বিদ্যুৎ খরচ ও পরিবেশ দূষণ কমাতে এই তাপমাত্রাই সবচেয়ে উপযুক্ত। এবার সেই পরামর্শকে সরকারি স্তরে রূপ দিতে চলেছে কেন্দ্র।

🚗 গাড়ির এসি-ও বাদ যাচ্ছে না!
শুধু বাড়ি বা অফিসেই নয়, গাড়ির ভিতরেও এসির তাপমাত্রা এই সীমার মধ্যেই রাখতে হবে।

❓ নিয়ন্ত্রণ হবে কীভাবে?
মন্ত্রী জানিয়েছেন, এটি প্রথমে পরীক্ষামূলক ভাবে চালু হবে। কীভাবে নিয়ন্ত্রণ ও প্রয়োগ হবে, তা নির্দেশিকায় বিস্তারিতভাবে জানানো হবে। তবে আপাতত সরকারের লক্ষ্য সচেতনতা গড়ে তোলা।

তাহলে কী করবেন?
– এসির রিমোটে হাত দেওয়ার আগে এবার একটু ভাবুন।
– তাপমাত্রা ২৪ ডিগ্রিতে সেট করুন।
– নিয়ম মানলে আপনি নিজেই উপকৃত হবেন – বিদ্যুৎ বাঁচবে, বিল কমবে, আর পরিবেশও থাকবে সুস্থ।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!