দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

দক্ষিণবঙ্গজুড়ে প্রখর তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। এমন অবস্থায় বাড়ি, অফিস কিংবা দোকানে অনেকেই সারাক্ষণ এয়ার কন্ডিশনার (AC) চালাচ্ছেন একটু স্বস্তির আশায়। তবে এই আরামদায়ক যন্ত্রটি ভুলভাবে ব্যবহার করলে মারাত্মক বিপদ ঘটতে পারে – এমনকি আগুন ধরে বিস্ফোরণও হতে পারে। তাই গরমে এসি ব্যবহার করার আগে জেনে নিন কিছু সাধারণ ভুল ও সতর্কতা।


🔴 ১. অপরিষ্কার ফিল্টার রাখবেন না

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

এসির ফিল্টার যদি নোংরা থাকে, তবে কুলিং কমে যায় এবং যন্ত্রটি অতিরিক্ত গরম হতে থাকে। এর ফলে কম্প্রেসরে ওভারহিটিং হয়ে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। মাসে অন্তত একবার ফিল্টার পরিষ্কার করা বা পেশাদার টেকনিশিয়ান দিয়ে সার্ভিস করানো খুবই জরুরি।


🔵 ২. খুব কম তাপমাত্রা সেট করবেন না

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

গরমে অনেকে এসির তাপমাত্রা ১৮-২০ ডিগ্রির নিচে নামিয়ে দেন, যা মারাত্মক ভুল। এতে বিদ্যুতের অপচয় হয় এবং এসির ওপর প্রচণ্ড চাপ পড়ে। বিশেষজ্ঞদের মতে, ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসই সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ তাপমাত্রা।


🟡 ৩. ঘরে বায়ু চলাচল ঠিক রাখুন

ঘর সম্পূর্ণ সিল করে দিলে এসির ঠান্ডা বাতাস ঠিকমতো ঘুরতে পারে না, ফলে ঘর ঠান্ডা হতে দেরি হয়। তাই এসির সঙ্গে ফ্যান ব্যবহার করলে ঠান্ডা বাতাস সমভাবে ছড়ায় এবং এসির ওপর চাপও কমে। বদ্ধ ঘর থেকে বায়ু চলাচলের সুযোগ রাখাও জরুরি।

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

🟠 ৪. সূর্যের আলো থেকে দূরে রাখুন এসি

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

যদি এসির বাইরের ইউনিট বা ইন্ডোর ইউনিটে সরাসরি সূর্যের আলো পড়ে, তবে সেটি দ্রুত ওভারহিট করে। এর ফলে কুলিং কমে যায় এবং যন্ত্রে আগুন লাগার সম্ভাবনাও থেকে যায়। এসি এমন জায়গায় বসান যেখানে সান-শেড বা ছায়া পড়ে।


🟣 ৫. অতিরিক্ত চাপ দেবেন না

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

একটি ছোট ঘরে বেশি মানুষ থাকলে এসির লোড বেড়ে যায়। দীর্ঘ সময় এই অতিরিক্ত লোডে এসি কম্প্রেসর নষ্ট হতে পারে। কাজেই ব্যবহার অনুযায়ী টন ক্যাপাসিটির এসি নির্বাচন করা জরুরি।


✅ নিয়মিত সার্ভিসিং করান

তীব্র গরমে এসি চালানোর সময় যেসব ভুল একদম করবেন না – জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা

বছরে অন্তত ২ বার এসি সার্ভিস করানো উচিত। এতে যন্ত্রাংশে জমে থাকা ধুলোময়লা ও প্রযুক্তিগত ত্রুটি আগেভাগে ধরা পড়ে। অনেক সময় সার্কিট বোর্ডে ত্রুটি থেকেও আগুন লাগার ঝুঁকি থাকে।

গরমে এসি চালানো যেমন আরামদায়ক, তেমনই সতর্ক না হলে তা হতে পারে বিপজ্জনক। তাই এসি ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলুন – ফিল্টার পরিষ্কার রাখুন, তাপমাত্রা ঠিকভাবে সেট করুন, ভালো ভেন্টিলেশন নিশ্চিত করুন এবং নিয়মিত সার্ভিসিং করান। তাহলে গরমে মিলবে নিশ্চিন্ত ঠান্ডা, সঙ্গে বাড়বে নিরাপত্তাও।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!