দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

AC Train at Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এলো আধুনিক এসি লোকাল ট্রেন!

AC Train at Sealdah Division: শিয়ালদহ ডিভিশনে এলো আধুনিক এসি লোকাল ট্রেন!

মুম্বই আর চেন্নাইয়ের পর এবার কলকাতাতেও শুরু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা। শিয়ালদহ ডিভিশনে রেলের তরফে এসে পৌঁছেছে অত্যাধুনিক এসি ইএমইউ (EMU) কোচ। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ১২ কোচের দু’টি রেক দেওয়া হয়েছে। এর মধ্যে একটি ইতিমধ্যেই এসে গিয়েছে শিয়ালদহ ডিভিশনে।

এই এসি লোকাল ট্রেন দেখতে অনেকটা মেট্রোর মতো। অর্থাৎ, স্টেশন পৌঁছানোর পর দরজা খুলবে, এবং ট্রেন চলা শুরু করলেই দরজা বন্ধ হয়ে যাবে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দরজার নিয়ন্ত্রণ থাকবে ড্রাইভার এবং গার্ডের হাতে।

কোন রুটে চলবে ট্রেন?

সূত্র অনুযায়ী, প্রথমে শিয়ালদহ-রাণাঘাট শাখায় চলাচল শুরু করতে পারে এই এসি লোকাল। এখনও পর্যন্ত নির্দিষ্ট রুট, ভাড়া এবং টাইম-টেবিল চূড়ান্ত হয়নি, তবে দ্রুত তা জানানো হবে বলেই জানা যাচ্ছে রেল সূত্রে।

কি কি থাকছে এই এসি লোকালে?

  • গঠন ও প্রযুক্তি: চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি এই ইএমইউ রেক তৈরি হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে।
  • সর্বোচ্চ গতি: ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
  • বৈদ্যুতিক ক্ষমতা: ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক মোটরে চলবে।
  • যাত্রী ধারণ ক্ষমতা: ১১১৬ জন যাত্রী বসতে পারবেন, পাশাপাশি দাঁড়ানোর পর্যাপ্ত স্থানও থাকবে।
  • দরজা ও নিরাপত্তা: প্রতিটি কামরায় চারটি স্বয়ংক্রিয় দরজা, ড্রাইভার ও গার্ড দ্বারা নিয়ন্ত্রিত।
  • অন্যান্য আধুনিক ব্যবস্থা: থাকবে জিপিএস নিয়ন্ত্রিত প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, শক্তপোক্ত অ্যালুমিনিয়ামের লাগেজ র‍্যাক, এবং শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক পরিবেশ।

কবে থেকে চলবে এই ট্রেন?

যদিও নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি এখনও, তবে রেলের তরফে খুব শীঘ্রই ট্রায়াল রান শুরু করে যাত্রী পরিষেবা চালুর সম্ভাবনা প্রবল।


💬 অফিসযাত্রীদের জন্য আশার বার্তা!
কলকাতার গরমে ঘেমে-নেয়ে অফিস যাত্রার দিন এবার শেষ হতে চলেছে। এসি লোকালের হাওয়ায় এবার টোটাল আরামে যাত্রা করতে পারবেন নিত্যযাত্রীরা। আধুনিক রেলের এই নতুন অধ্যায় নিঃসন্দেহে শহরের যাতায়াত ব্যবস্থাকে আরও আরামদায়ক ও নিরাপদ করে তুলবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!