Kolkata Metro বন্ধ ৩১ অগাস্ট: রবিবার বিকেল ৪টা পর্যন্ত টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো পরিষেবা থাকবে না

Kolkata Metro বন্ধ ৩১ অগাস্ট: রবিবার বিকেল ৪টা পর্যন্ত টালিগঞ্জ-শহিদ ক্ষুদিরাম রুটে মেট্রো পরিষেবা থাকবে না
রবিবার ব্রিজি স্টেশন থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল এই সময় বন্ধ

কলকাতা: আবারও ভোগান্তি বাড়ছে শহরবাসীর! আগামী রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, দুপুর ৪টা পর্যন্ত বন্ধ থাকবে টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম (ব্রিজি) পর্যন্ত মেট্রো চলাচল। মেট্রো সূত্রে খবর, ওইদিন ব্রিজি স্টেশনে বসানো হবে একটি টার্ন আউট (Turn Out), যার ফলে সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হলেও ভবিষ্যতে মেট্রো যাতায়াত অনেকটাই মসৃণ হবে।

কেন বন্ধ থাকছে মেট্রো?

গত কয়েক মাস ধরে কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশনের পিলারে ফাটল ধরা পড়ায় ওই স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে মেট্রো পরিষেবা চলছে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। কিন্তু টালিগঞ্জের পর থেকে যাত্রীদের নিত্যদিনই সমস্যায় পড়তে হচ্ছে।

শহিদ ক্ষুদিরামকে প্রান্তিক স্টেশন হিসেবে ব্যবহার করতে গিয়ে মেট্রোগুলিকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে এবং যাত্রীদেরও নেমে গিয়ে বারবার গন্তব্য পরিবর্তন করতে হচ্ছে। এই সমস্যা দূর করার জন্যই রবিবার ব্রিজি স্টেশনে বসানো হবে নতুন টার্ন আউট।

কোন কোন রুটে মেট্রো চলবে রবিবার?

  • টালিগঞ্জ থেকে শহিদ ক্ষুদিরাম: সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ।
  • টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর: নিয়মিত পরিষেবা চালু থাকবে।
  • গ্রিন লাইন (ইস্ট-ওয়েস্ট মেট্রো): পরীক্ষার্থীদের সুবিধার্থে রবিবার সকাল ৮টা থেকেই পরিষেবা শুরু হবে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

সেদিন অনুষ্ঠিত হবে Miscellaneous Services Recruitment Examination। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই বিকল্প পরিবহণ এবং বাড়তি পরিষেবা রাখা হবে।

যাত্রীদের দুর্ভোগ নিয়ে ক্ষোভ

অনেক নিত্যযাত্রী অভিযোগ করেছেন, কবি সুভাষ মেট্রো চালু হওয়ার মাত্র ১৫ বছরের মধ্যেই স্টেশন জরাজীর্ণ অবস্থায় পৌঁছে গেছে। পিলারে ফাটল, প্ল্যাটফর্ম বসে যাওয়া—এই সব কারণেই নিউ গড়িয়া স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হয়েছে। ফলে টালিগঞ্জ থেকে কবি সুভাষ রুটে প্রতিদিনই যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

শেষকথা

রবিবার চার ঘণ্টা মেট্রো পরিষেবা ব্যাহত হলেও, নতুন টার্ন আউট বসানো হলে ভবিষ্যতে অনেকটাই স্বস্তি মিলবে যাত্রীদের। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা এবং ভবিষ্যতের সুবিধার কথা ভেবেই এই পদক্ষেপ নিচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!