ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের মহারাজা এবার নতুন ভূমিকায়। মাঠে ব্যাট হাতে কিংবা বোর্ডরুমে প্রশাসনিক পদে—সব জায়গাতেই নিজের ছাপ রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। এবার তিনি নাম লেখালেন হেড কোচ হিসেবে। তবে ভারতীয় দলের নয়, দক্ষিণ আফ্রিকার SA20 লিগের দল ‘প্রিটোরিয়া ক্যাপিটালস’ (Pretoria Capitals)-এর প্রধান কোচ হিসেবে দেখা যাবে তাঁকে।
কবে থেকে কোচিং শুরু করবেন সৌরভ?
চলতি বছরের ২৬ ডিসেম্বর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালস দলের হেড কোচের দায়িত্ব নিতে চলেছেন দাদা। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রটের জায়গায় দেখা যাবে তাঁকে। ট্রটের অধীনে শেষ মরশুমে মাত্র ১০টির মধ্যে ২টি ম্যাচ জিতেছিল দল। সেই ব্যর্থতার কারণেই কোচ বদল করে সৌরভকে দায়িত্ব দিল টিম ম্যানেজমেন্ট।
দিল্লি ক্যাপিটালস থেকে SA20 পর্যন্ত
এর আগে IPL-এ দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সৌরভ। এছাড়াও JSW স্পোর্টস গ্রুপের ডিরেক্টর এবং WPL-এ দিল্লি ক্যাপিটালস মহিলা দলের সঙ্গেও যুক্ত তিনি। তবে হেড কোচ হিসেবে এবারই প্রথমবার দেখা যাবে তাঁকে।
টালমাটাল সময়ে অধিনায়কত্ব থেকে সাফল্য
২০০০ সালের শুরুর দিকে ভারতীয় ক্রিকেট যখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, তখনই দলের হাল ধরেন সৌরভ। তাঁর নেতৃত্বেই ভারত ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছায়। শুধু তাই নয়, বিদেশের মাটিতে জয় পাওয়ার মানসিকতা তৈরি হয় সৌরভের হাত ধরেই। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিরিজ জিতে ইতিহাস গড়ে টিম ইন্ডিয়া।
বিসিসিআই সভাপতি থেকে নতুন চ্যালেঞ্জ
অবসর নেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সময়ও ভারতীয় ক্রিকেটে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি। প্রশাসনিক ভূমিকায় সফল হওয়ার পর এবার শুরু হলো তাঁর নতুন ইনিংস—একজন হেড কোচ হিসেবে।
কেন ভারতীয় দলের কোচ নন সৌরভ?
সৌরভ কিছুদিন আগেই জানিয়েছিলেন, তিনি টিম ইন্ডিয়ার কোচ হতে চান। তবে বর্তমানে সেই পদে রয়েছেন গৌতম গম্ভীর, যিনি সদ্য ইংল্যান্ড সিরিজে দলকে দারুণ পারফরম্যান্স করিয়েছেন। তাই এখনই তাঁর জায়গা খালি হওয়ার সম্ভাবনা নেই। আর সেই কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং কেরিয়ার শুরু করলেন বাংলার মহারাজ।
শেষকথা
ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায় এক অবিস্মরণীয় নাম। খেলোয়াড়, অধিনায়ক, প্রশাসক—সব ভূমিকায় সাফল্য দেখিয়েছেন তিনি। এবার কোচিংয়ের নতুন চ্যালেঞ্জে নাম লিখলেন। দেখা যাক, মাঠে এবার তাঁর পরিকল্পনা কতটা সফল হয়।