Messi in India: মেসি সহ আর্জেন্টিনার ভারত সফর কনফার্ম! কবে কোথায় ম্যাচ জেনে নিন

Messi in India: মেসি সহ আর্জেন্টিনার ভারত সফর কনফার্ম! কবে কোথায় ম্যাচ জেনে নিন
মেসির ম্যাচের তারিখ জানাল আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

ডিজিটাল ডেস্ক: অবশেষে সেই প্রতীক্ষার অবসান। প্রায় ১৫ বছর পর ফের ভারত সফরে আসছে আর্জেন্টিনা ফুটবল দল, আর সঙ্গে থাকছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (AFA) জানিয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২৫-এর মধ্যে কেরলে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে এই সফরকে প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে দেখছে নীল-সাদা জার্সিধারীরা। তবে, ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে সবচেয়ে বড় খবর— মেসিকে সরাসরি মাঠে দেখার সুযোগ ফের একবার আসছে!


কলকাতার সঙ্গে মেসির আবেগঘেরা যোগ

শেষবার ২০১১ সালে লিওনেল মেসি সহ আর্জেন্টিনা এসেছিল ভারতে। সেবার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা।
🔹 সেটাই ছিল মেসির প্রথম আন্তর্জাতিক ম্যাচ আর্জেন্টিনার অধিনায়ক হিসাবে।
🔹 প্রায় ৭০ হাজার দর্শক সরাসরি মাঠে বসে মেসির স্কিলের সাক্ষী হয়েছিলেন।
🔹 নিকোলাস ওটামেন্ডিকে দুর্দান্ত অ্যাসিস্টও করেছিলেন মেসি।

তাই মেসির ক্যারিয়ারের সঙ্গে কলকাতার যোগ অনেকখানি আবেগঘেরা।


এবার কেরলেই হবে প্রীতি ম্যাচ

যদিও এবার কলকাতা নয়, কেরলেই হচ্ছে ম্যাচ। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নভেম্বর মাসের ১০ থেকে ১৮ তারিখের মধ্যেই ম্যাচ হবে। সঠিক ভেন্যু ও প্রতিপক্ষ দলের নাম শীঘ্রই ঘোষণা করা হবে।


মেসি আসছেন ভারত সফরে – উত্তেজনায় ফুটছে বাঙালি

আর্জেন্টিনা দল মানেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু, তবে ভারতের ফুটবলপ্রেমীদের কাছে মেসির নামেই উন্মাদনা বেশি। বিশেষ করে বাংলায় মেসির ভক্তসংখ্যা যে আকাশছোঁয়া, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর কলকাতা সফর এখনো স্মৃতিতে অমলিন। ফলে ১৫ বছর পর ফের মেসিকে মাঠে দেখতে পারার সুযোগে বাঙালি ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।


ম্যাচের মূল তথ্য একনজরে

  • ম্যাচ: আর্জেন্টিনার প্রীতি ম্যাচ (ভারত সফর)
  • তারিখ: নভেম্বর ১০–১৮, ২০২৫ (চূড়ান্ত দিন ঘোষণা বাকি)
  • স্থান: কেরল, ভারত
  • উপস্থিত থাকবেন: লিওনেল মেসি সহ আর্জেন্টিনা দলের তারকারা

ভারতীয় ফুটবল ইতিহাসে ফের একবার স্বর্ণাক্ষরে লেখা হবে এই সফর। মেসিকে সরাসরি মাঠে দেখা মানেই অনন্য অভিজ্ঞতা। ফুটবলপ্রেমীদের কাছে এটি নিঃসন্দেহে বছরের সেরা খবর। এখন দেখার বিষয়, কেরলের কোন স্টেডিয়ামে গর্জে উঠবে লিওনেল মেসির জাদুকরী খেলা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!