কলকাতা মেট্রোতে নয়া অধ্যায় 🚇
ডিজিটাল ডেস্ক: কলকাতা শহরের জন্য আজকের দিনটি ঐতিহাসিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হল বহু প্রতীক্ষিত তিনটি নতুন মেট্রো রুট। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সংযোগ হল বিমানবন্দর জয় হিন্দ থেকে কবি সুভাষ পর্যন্ত লাইন।
আজ থেকেই চালু হয়ে গেল শিয়ালদহ–এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। আর আগামী সোমবার থেকে শুরু হবে নোয়াপাড়া–বিমানবন্দর জয় হিন্দ এবং বেলেঘাটা (রুবি মোড়)–হেমন্ত মুখোপাধ্যায় রুটে মেট্রো চলাচল।
এর ফলে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত আরও দ্রুত ও আরামদায়ক হবে। দীর্ঘ পথ মাত্র কয়েক মিনিটেই অতিক্রম করা সম্ভব হবে।
বিমানবন্দর জয় হিন্দ মেট্রোর ভাড়া তালিকা
মেট্রোয় উঠবার আগে একনজরে দেখে নিন কোথায় নামতে কত ভাড়া লাগবে –
- জয় হিন্দ ➝ যশোর রোড – ₹৫
- জয় হিন্দ ➝ দমদম ক্যান্টনমেন্ট – ₹১০
- জয় হিন্দ ➝ নোয়াপাড়া – ₹২০
- জয় হিন্দ ➝ বরানগর – ₹৩০
- জয় হিন্দ ➝ দক্ষিণেশ্বর – ₹৩০
- জয় হিন্দ ➝ দমদম – ₹৩০
- জয় হিন্দ ➝ বেলগাছিয়া – ₹৩০
- জয় হিন্দ ➝ শ্যামবাজার – ₹৩৫
- জয় হিন্দ ➝ গিরিশ পার্ক – ₹৩৫
- জয় হিন্দ ➝ মহাত্মা গান্ধী রোড – ₹৩৫
- জয় হিন্দ ➝ সেন্ট্রাল – ₹৩৫
- জয় হিন্দ ➝ চাঁদনি চক – ₹৪০
- জয় হিন্দ ➝ এসপ্ল্যানেড – ₹৪০
- জয় হিন্দ ➝ পার্ক স্ট্রিট – ₹৪০
- জয় হিন্দ ➝ ময়দান – ₹৪০
- জয় হিন্দ ➝ রবীন্দ্র সদন – ₹৪০
- জয় হিন্দ ➝ নেতাজি ভবন – ₹৪০
- জয় হিন্দ ➝ যতীন দাশ পার্ক – ₹৪০
- জয় হিন্দ ➝ কালীঘাট – ₹৪০
- জয় হিন্দ ➝ রবীন্দ্র সরোবর – ₹৪০
- জয় হিন্দ ➝ নেতাজি – ₹৪৫
- জয় হিন্দ ➝ শহিদ ক্ষুদিরাম – ₹৪৫
- জয় হিন্দ ➝ কবি সুভাষ – ₹৪৫
- জয় হিন্দ ➝ শিয়ালদহ – ₹৫০
- জয় হিন্দ ➝ হাওড়া ময়দান – ₹৫০
- জয় হিন্দ ➝ সেক্টর ফাইভ – ₹৭০
হাওড়া–সেক্টর ফাইভ মেট্রো ভাড়া
আজ উদ্বোধন হয়েছে হাওড়া থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটেরও।
👉 হাওড়া ➝ সল্টলেক সিটি সেন্টার / করুণাময়ী / সেক্টর ফাইভ – ভাড়া ₹৩০
কলকাতার নয়া মেট্রো রুট শহরের যাতায়াত ব্যবস্থায় বিপ্লব আনতে চলেছে। এবার বিমানবন্দর থেকে কবি সুভাষ কিংবা হাওড়া থেকে সেক্টর ফাইভ— সব পথ হবে আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী।
Post Views: 18