বিশ্বের সবচেয়ে সহৃদয় বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর জীবনাবসান, মৃত্যুর আগে কী বলেছিলেন তিনি?

বিশ্বের সবচেয়ে সহৃদয় বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর জীবনাবসান, মৃত্যুর আগে কী বলেছিলেন তিনি?

বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিওর মৃত্যুতে শোকের ছায়া

বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং মানবিক বিচারক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও (Frank Caprio) প্রয়াত হলেন। দীর্ঘ দিন ধরে প্যাংক্রিয়াস ক্যানসারে (Pancreatic Cancer) ভুগছিলেন তিনি। অবশেষে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি আমেরিকান বিচারক।

বিচারকের আসনে সহানুভূতির প্রতীক

সাধারণত বিচারক মানেই কঠোর রায়, কড়া শাসন – কিন্তু ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। Rhode Island-এর মিউনিসিপাল কোর্টে তিনি বছরের পর বছর দায়িত্ব পালন করেছেন। তাঁর জনপ্রিয় টিভি শো “Caught in Providence”-এ দেখা যেত কিভাবে তিনি অপরাধীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন।

ক্যাপ্রিও বিশ্বাস করতেন, আদালতে কেবল আইন নয়, মানবিকতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তিনি বলতেন—
“আমার আদালতে প্রতিটি মানুষকে দেখা হবে সহানুভূতি আর দয়ার চোখে।”

মৃত্যুর আগে হাসপাতাল থেকে শেষ বার্তা

২০২৩ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও। ২০২৪ সালে একবার থেরাপি সম্পূর্ণ করেছিলেন। তবে সম্প্রতি অসুস্থ হয়ে তাঁকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়।

মৃত্যুর কিছুদিন আগে হাসপাতালের শয্যা থেকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া শেষ ভিডিও বার্তায় তিনি বলেন—

👉 “গত বছর আমি আপনাদের বলেছিলাম আমার জন্য প্রার্থনা করতে। আপনারা তা করেছিলেন বলেই আমি কঠিন সময় পার করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে আবার হাসপাতালে ফিরতে হয়েছে। আমি আবার অনুরোধ করছি, আমার জন্য প্রার্থনা করুন। আমি প্রার্থনার শক্তিতে বিশ্বাস করি, আর মনে করি ঈশ্বর আমাদের দেখছেন।”

তাঁর এই ভিডিও বার্তা বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে আবেগাপ্লুত করে তোলে।

মানুষের মনে অমর হয়ে থাকবেন ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও

মৃত্যুর কয়েক সপ্তাহ আগেও তিনি সকলকে অনুরোধ করেছিলেন যেন সবাই তাঁর জন্য প্রার্থনা করেন। তাঁর কাছে মানুষের ভালোবাসা ও প্রার্থনাই ছিল শক্তির উৎস। তবে শেষ পর্যন্ত ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হার মানতে হলো তাঁকে।

তবুও বিচারকের আসনে মানবিকতার উদাহরণ হয়ে তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। বিশ্ব তাঁকে মনে রাখবে “The Kindest Judge in the World” নামে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!