ডুরান্ড কাপ সেমিফাইনাল: ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ফিরছেন রশিদ ও হামিদ!

ডুরান্ড কাপ সেমিফাইনাল: ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ফিরছেন রশিদ ও হামিদ!

ডার্বি জয় থেকে সেমিফাইনালের প্রস্তুতি

চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) হারিয়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। রবিবার যুবভারতী স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সবুজ-মেরুন শিবিরকে ২-১ গোলে হারিয়ে লাল-হলুদ শিবিরে উচ্ছ্বাস। দলের হয়ে জোড়া গোল করে হিরো হয়ে ওঠেন দিমিত্রি দিয়ামান্তাকস (Dimitri Diamantakos)।

তবে ডার্বি জয়ের আনন্দে ভেসে না গিয়ে এখনই সেমিফাইনালের প্রস্তুতিতে মন দিয়েছেন কোচ অস্কার ব্রুজো (Oscar Bruzon)।


সেমিফাইনালে প্রতিপক্ষ কারা?

ইস্টবেঙ্গলের সেমিফাইনালের প্রতিপক্ষ বাংলারই আর এক শক্তিশালী দল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। বুধবার যুবভারতী স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই বাড়ছে উত্তেজনা।


ফিরছেন রশিদ ও হামিদ

মোহাম্মদ রশিদ

ডার্বি ম্যাচে ব্যক্তিগত কারণে খেলতে পারেননি প্যালেস্টাইনের মিডফিল্ডার মোহাম্মদ রশিদ। তবে কোচের ইঙ্গিত অনুযায়ী, তিনি সেমিফাইনালে ফিরছেন। অন্যদিকে চোটের কারণে চিন্তা থাকলেও ইস্টবেঙ্গলের আরেক বিদেশি তারকা নাসির হামিদও খেলবেন বলেই লাল-হলুদ শিবিরের খবর।

দলের স্প্যানিশ মিডফিল্ডার সউল ক্রেসপো (Saul Crespo) জানিয়েছেন—
“আমরা রশিদের পাশেই রয়েছি। এই জয় ওকেই উৎসর্গ করেছি।”


কোচ অস্কারের বার্তা

গতবার কলকাতায় ডার্বির আগেই দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজো। সেবার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা থাকলেও এবারের জয় যেন সেই ক্ষতের প্রলেপ দিয়েছে। ম্যাচ শেষে ব্রুজো বলেন—
“গতবার ডার্বিতে আমরা ভাল খেলতে পারিনি। এবার সেই আক্ষেপ মেটালাম। সমর্থকদের ধন্যবাদ পাশে থাকার জন্য।”


কবে, কোথায় হবে ম্যাচ?

📌 ম্যাচ: ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফসি
📌 টুর্নামেন্ট: ডুরান্ড কাপ সেমিফাইনাল
📌 তারিখ: বুধবার
📌 সময়: সন্ধ্যা ৭টা
📌 ভেন্যু: যুবভারতী ক্রীড়াঙ্গন (Salt Lake Stadium)


ডার্বির ঐতিহাসিক জয় পেরিয়ে এখন সেমিফাইনালে প্রতিপক্ষ বাংলারই দল ডায়মন্ড হারবার এফসি। রশিদ ও হামিদের প্রত্যাবর্তনে আরও শক্তিশালী হচ্ছে লাল-হলুদ বাহিনী। সমর্থকরা এখন শুধু অপেক্ষা করছেন যুবভারতীর বুধবারের লড়াইয়ের জন্য।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!