‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর আর নেই! ৯১ বছর বয়সে প্রয়াত অচ্যুত পোটদার

‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর আর নেই! ৯১ বছর বয়সে প্রয়াত অচ্যুত পোটদার

অভিনেতা অচ্যুত পোটদার এর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড

বলিউডের প্রবীণ অভিনেতা অচ্যুত পোটদার (Achyut Potdar) আর নেই। ১৮ আগস্ট, সোমবার মহারাষ্ট্রের থানার জুপিটার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। পরিবার সূত্রে খবর, কিছু দিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। শেষমেশ হাসপাতালে ভর্তি করা হলেও আর সুস্থ হয়ে উঠতে পারেননি।

১৯ আগস্ট সম্পন্ন হবে শেষকৃত্য

পরিবার জানিয়েছে, মঙ্গলবার (১৯ আগস্ট) থানায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। প্রবীণ এই অভিনেতার প্রয়াণে বলিউডের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন।

‘থ্রি ইডিয়টস’-এর প্রফেসর আর নেই! ৯১ বছর বয়সে প্রয়াত অচ্যুত পোটদার

সেনাবাহিনী থেকে বলিউড

চলচ্চিত্র দুনিয়ায় আসার আগে অচ্যুত পোটদার ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছিলেন। এরপর ইন্ডিয়ান অয়েলে চাকরি করলেও তাঁর নেশা ছিল অভিনয়। অবশেষে ১৯৮০ সাল থেকে পূর্ণসময়ে অভিনয়ে যোগ দেন। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে তিনি হিন্দি ও মারাঠি মিলিয়ে ১২৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন।

অচ্যুত পোটদারর জনপ্রিয় সিনেমা

অভিনেতা হিসেবে তিনি দর্শকের মনে অমলিন হয়ে থাকবেন বহু হিট ছবির জন্য। তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে—

  • আক্রোশ (Aakrosh)
  • অর্ধসত্য (Ardh Satya)
  • তেজাব (Tezaab)
  • পরিন্দা (Parinda)
  • দিলওয়ালে (Dilwale)
  • রঙ্গিলা (Rangeela)
  • হাম সাথ সাথ হ্যায় (Hum Saath Saath Hain)
  • লাগে রহো মুন্না ভাই (Lage Raho Munna Bhai)
  • দাবাং ২ (Dabangg 2)
  • ভেন্টিলেটর (Ventilator)

তবে তাঁর সবচেয়ে জনপ্রিয় চরিত্র নিঃসন্দেহে রাজকুমার হিরানির সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর অধ্যাপক। সেই চরিত্রে তাঁর সংলাপ — “কহেনা ক্যায়া চাহতে হো?” আজও দর্শকের মুখে মুখে ফেরে।

দর্শকের হৃদয়ে অমলিন স্মৃতি

সিনেমায় একাধিক পার্শ্ব চরিত্রে অভিনয় করেও অচ্যুত পোটদার তাঁর অনন্য অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। তাঁর সংলাপ ও চরিত্রগুলো এখনও মিম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!