মহাকাশ থেকে ঘরে ফেরার আবেগঘন মুহূর্ত
মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে এসেছিলেন আগেই। তবে রবিবার সকালে রাজধানী দিল্লি বিমানবন্দরে পা রাখতেই প্রকৃত অর্থে ঘরে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল। মুহূর্তেই বাঁধ ভাঙল আবেগের স্রোত। জাতীয় পতাকা হাতে হাজির হন হাজারো মানুষ। শুভাংশুকে এক ঝলক দেখার জন্য রীতিমতো ভিড় জমে যায় বিমানবন্দরে।

আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম ভারতীয়
শুভাংশু শুক্ল দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হলেও তিনিই প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখেন। Axiom অভিযানের আওতায় তিনি মহাকাশে কাটিয়েছেন টানা ১৮ দিন। সেখানে একাধিক বৈজ্ঞানিক গবেষণা এবং পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন তিনি।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এই অভিযানের খরচ বহন করেছে। উদ্দেশ্য, আসন্ন ‘গগনযান’ মানব মিশনে শুভাংশুর অভিজ্ঞতা কাজে লাগানো।
Indian Astronaut #ShubhanshuShukla returns to India; Receives grand welcome at Delhi airport.#ISS #Axiom4 #ISRO@DrJitendraSingh @MIB_India @PIB_India @IndiaDST @isro @CMODelhi pic.twitter.com/YSRjMTpsdy
— All India Radio News (@airnewsalerts) August 17, 2025
পরিবারে ফেরার আবেগ
দিল্লি বিমানবন্দরে শুভাংশুকে স্বাগত জানান কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিংহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, এবং তাঁর পরিবার। দীর্ঘদিন পর ছোট্ট ছেলেকে বুকে জড়িয়ে ধরেন শুভাংশু। দেশবাসীর সামনে হাসিমুখে সবার সঙ্গে হাত মেলালেন তিনি।

শুভাংশুর আবেগঘন বার্তা
ভারতে ফেরার বিমানে বসে তিনি লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় —
“ভারতে ফেরার সময় নানা অনুভূতি হচ্ছে। পরিবার, বন্ধু, দেশ—সবকিছুকে আবার ছুঁতে পারব ভেবেই আনন্দ হচ্ছে। তবে বিদায় সবসময়ই কঠিন। মহাকাশযাত্রার মতো জীবনেও পরিবর্তনই একমাত্র ধ্রুবক। দিনের শেষে বলতে হয়, ‘ইয়ুঁ হি চলাচল রাহি, জীবন গাড়ি হ্যায় সময় পহিয়া’।”

জাতীয় পর্যায়ে সম্মাননা
স্বাধীনতা দিবসের ভাষণে শুভাংশুর নাম উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা যাচ্ছে, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। পাশাপাশি, সোমবার লোকসভায় বিশেষ অধিবেশনে তাঁর কৃতিত্ব তুলে ধরা হবে এবং ভারতের মহাকাশ গবেষণা নিয়ে বিশদ আলোচনা হবে।

কেন এই খবর গুরুত্বপূর্ণ?
- শুভাংশু শুক্ল ভারতের মহাকাশযাত্রার নতুন ইতিহাস রচনা করলেন।
- তাঁর অভিজ্ঞতা ভবিষ্যতের ‘গগনযান’ মিশনে পথপ্রদর্শক হবে।
- এক মহাকাশচারীর ঘরে ফেরা গোটা দেশকে একসঙ্গে আবেগে ভাসিয়েছে।