Election Commission: ভোটার লিস্টে গরমিল — চার অফিসারের সাসপেনশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ অগাস্টের মধ্যে

Election Commission: ভোটার লিস্টে গরমিল — চার অফিসারের সাসপেনশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ অগাস্টের মধ্যে

একুশে পা নিউজ ডেস্ক:
ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ২১ অগাস্টের মধ্যে — এমনই নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)। বুধবার দিল্লিতে কমিশনের সদর দফতরে হাজিরা দিয়ে মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) সাত দিনের সময় চান। কমিশন সেই সময়সীমা মঞ্জুর করেছে।

অভিযোগের মূল কারণ

রাজ্যের দুই ইআরও (ERO), দুই এইআরও (AERO) ও এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ভোটার লিস্টে ভুয়ো নাম অন্তর্ভুক্ত করতে নিজেদের অফিসিয়াল আইডি শেয়ার করেছেন অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটরদের সঙ্গে। এই ঘটনার প্রেক্ষিতে কমিশন শুধু সাসপেনশন নয়, অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করারও সুপারিশ করে।

কমিশনের কড়া অবস্থান

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বুধবার মুখ্যসচিবের কাছে জানতে চায় — কেন কমিশনের নির্দেশ কার্যকর হয়নি। রাজ্য সরকার এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে, তার বিস্তারিত রিপোর্টও জমা দিতে হয় মনোজ পন্থকে। কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, এই প্রক্রিয়া আইনি এক্তিয়ারের মধ্যে থেকেই হচ্ছে এবং এসআইআর (SIR) বাস্তবায়নে তারা বদ্ধপরিকর।

রাজ্যের পদক্ষেপ ও সময়সীমা

মুখ্যসচিব জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। সেই অনুযায়ী প্রক্রিয়া এগোবে। বৃহস্পতিবার দিনভর প্রশাসনিক মহলে এই নির্দেশ নিয়ে আলোচনা চলবে। শুক্রবার স্বাধীনতা দিবস ও শনিবার ছুটি থাকায়, সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!