কলকাতা: নিউ গড়িয়া তথা কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রয়েছে বিগত কয়েকদিন ধরে। মেট্রো রেলের অন্তিম স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। প্ল্যাটফর্মে ফাটল ও লাইনে বসে যাওয়ার কারণে যাত্রী সুরক্ষার খাতিরে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন। জানা যাচ্ছে, প্রায় এক বছর বন্ধ থাকবে এই স্টেশন এবং শুরু হয়েছে পুনর্নির্মাণের কাজ।
এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের অসুবিধা চরমে। ব্রেক-জার্নি, অতিরিক্ত ভাড়া, যানবাহনের অভাব—সব মিলিয়ে সমস্যা বেড়েই চলেছে। এরই মাঝে স্বস্তির খবর দিল পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।
শাটল পরিষেবা চালু
সরকারের উদ্যোগে কবি সুভাষ থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন পর্যন্ত চালু হল বিশেষ শাটল পরিষেবা। মাত্র ১০ টাকার ভাড়ায় এই বাস পরিষেবা মিলবে প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত।
নিম্নবিত্ত ও মধ্যবিত্ত যাত্রীদের জন্য বড় সুবিধা
অনেক অটোচালক এই পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া চাইছিলেন বলে অভিযোগ উঠেছে। ফলে কর্মজীবী মানুষের আর্থিক চাপ বাড়ছিল। এই ১০ টাকার শাটল পরিষেবা তাঁদের জন্য কার্যত আশীর্বাদ হয়ে উঠতে পারে।
স্টেশন পুনর্নির্মাণের কারণ
২০১০ সালের অক্টোবর মাসে তৈরি হয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন। কিন্তু মাত্র ১৫ বছরের মধ্যেই প্ল্যাটফর্মে ফাটল ও লাইনে ধসের মতো ঘটনা ঘটে। ফলে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনটি সম্পূর্ণ ভেঙে পুনর্নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টেশনটির ছাউনি খুলে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এক বছরের মতো সময় লাগবে বলে মেট্রো রেলের তরফে অনুমান করা হচ্ছে।
কীভাবে উপকৃত হবেন যাত্রীরা?
- অটো বা রিকশার অতিরিক্ত ভাড়া এড়ানো যাবে
- সরাসরি শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত যাওয়া যাবে
- সময় ও টাকা দুটোই বাঁচবে
- বর্ষাকালে কাদায় হেঁটে যাওয়ার কষ্ট থেকেও রেহাই মিলবে
নিউ গড়িয়া মেট্রো স্টেশন বন্ধ থাকলেও রাজ্য সরকারের তৎপরতায় শাটল পরিষেবা নিত্যযাত্রীদের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। যাঁরা প্রতিদিন কবি সুভাষ স্টেশন থেকে যাতায়াত করেন, তাঁরা এই সুবিধার সুফল পাবেন বলেই আশা করা যাচ্ছে।