দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শিয়ালদা স্টেশনে বড় পরিবর্তন: এবার নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন, দেখুন কোন লাইনের গাড়ি কোথা থেকে ছাড়বে

শিয়ালদা স্টেশনে বড় পরিবর্তন: এবার নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন, দেখুন কোন লাইনের গাড়ি কোথা থেকে ছাড়বে

শিয়ালদা স্টেশনে ট্রেন ধরতে আর ছোটাছুটির দিন শেষ!

কলকাতার অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রেলস্টেশন শিয়ালদায় এবার চালু হল ‘ফিক্সড প্ল্যাটফর্ম সিস্টেম’। এর ফলে যাত্রীরা আগেই জেনে নিতে পারবেন কোন ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। দৈনিক প্রায় ১৫-১৮ লক্ষ যাত্রী যে স্টেশন ব্যবহার করেন, সেই স্টেশনে প্রতিদিন প্রায় ৯১৫টি লোকাল ট্রেনের যাতায়াত হয়ে থাকে। অফিস টাইমে এই স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড় ও প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কির ছবি সাধারণ ঘটনা। এবার এই ভোগান্তি কমাতেই বড় পদক্ষেপ নিল রেলওয়ে।

শিয়ালদা স্টেশনে বড় পরিবর্তন: এবার নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ট্রেন, দেখুন কোন লাইনের গাড়ি কোথা থেকে ছাড়বে

নির্দিষ্ট প্ল্যাটফর্ম তালিকা:

▶️ প্ল্যাটফর্ম ১–৪:
এই প্ল্যাটফর্ম থেকে ছাড়বে কৃষ্ণনগর, গেদে, শান্তিপুর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত ও ব্যারাকপুরগামী ট্রেন।

▶️ প্ল্যাটফর্ম ৫–৮:
ডানকুনি এবং বারুইপাড়া লাইনের ট্রেন চলবে এখান থেকে।

▶️ প্ল্যাটফর্ম ৬–১০:
বনগাঁ, হাবড়া, বারাসত, দত্তপুকুর, গোবরডাঙা, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম ক্যান্টনমেন্ট এবং মধ্যমগ্রামগামী ট্রেন চলবে এই প্ল্যাটফর্মগুলি থেকে।

▶️ প্ল্যাটফর্ম ৯, ১১–১৪:
এই প্ল্যাটফর্মগুলি মূলত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের জন্য নির্ধারিত। (প্ল্যাটফর্ম ১০ দূরপাল্লার ট্রেনের জন্য ব্যবহৃত হচ্ছে না।)

▶️ প্ল্যাটফর্ম ১৫–২১:
শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেনগুলি যেমন ক্যানিং, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা ইত্যাদি এখান থেকে ছাড়বে।

নতুন ব্যবস্থার সুবিধা কী?

  • যাত্রীরা আগে থেকেই জেনে যাবেন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে।
  • স্টেশনে প্রবেশ করেই সোজা নির্দিষ্ট প্ল্যাটফর্মে যাওয়া যাবে।
  • হঠাৎ প্ল্যাটফর্ম পরিবর্তনের কারণে তৈরি হওয়া বিশৃঙ্খলা বন্ধ হবে।
  • অফিস টাইমে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করা সহজ হবে।
  • রেলের সার্বিক পরিচালনা আরও সুসংহত হবে।

রেল কর্তৃপক্ষের বক্তব্য:
রেলওয়ে কর্তৃপক্ষের মতে, “এই উদ্যোগ শিয়ালদা স্টেশনে যাত্রী পরিষেবা এবং ব্যবস্থাপনায় বড় রকমের পরিবর্তন আনবে। প্রতিদিনের যাতায়াত সহজ ও ঝামেলামুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই ‘ফিক্সড প্ল্যাটফর্ম’ পদ্ধতি নিঃসন্দেহে শিয়ালদা স্টেশনের ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের যাতায়াত ব্যবস্থাকে অনেক বেশি সংগঠিত ও সুবিধাজনক করে তুলবে। যারা প্রতিদিন অফিস বা বিভিন্ন কাজে শিয়ালদা স্টেশন ব্যবহার করেন, তাঁদের জন্য এটি এক বড় স্বস্তির খবর।

আপনার ট্রেন কোন প্ল্যাটফর্মে? আগে থেকেই জেনে নিন – আর সময় বাঁচান, ভোগান্তিও কমান!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!