দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বাঙালি অস্মিতায় ফের জোর মমতার! দুর্গাপুজো অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকার ঘোষণা, সঙ্গে ৮০% বিদ্যুৎ ছাড়

বাঙালি অস্মিতায় ফের জোর মমতার! দুর্গাপুজো অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকার ঘোষণা, সঙ্গে ৮০% বিদ্যুৎ ছাড়

কলকাতা, ১লা আগস্ট:
পুজোর আগেই বড় সুখবর রাজ্যের পুজো কমিটিগুলির জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো প্রস্তুতি বৈঠকে জানালেন, এ বছর দুর্গাপুজো অনুদান বেড়ে হল ১ লক্ষ ১০ হাজার টাকা। সঙ্গে বিদ্যুৎ বিলেও থাকছে ৮০ শতাংশ ছাড়। এই সিদ্ধান্তে খুশির হাওয়া রাজ্যের লক্ষাধিক পুজো উদ্যোক্তা ও ক্লাব মহলে।

মুখ্যমন্ত্রী বলেন, “দুর্গাপুজো আমাদের প্রাণের উৎসব। ইউনেস্কো যখন একে কালচারাল হেরিটেজ-এর স্বীকৃতি দিয়েছে, তখন আমাদের দায়িত্ব এই সংস্কৃতিকে ধরে রাখা।”

তিনি আরও জানান,
“গত বছর ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার সেই অনুদান আরও বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করা হচ্ছে।”

পুজো কার্নিভালের তারিখ

এই বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত হবে দুর্গাপুজো কার্নিভাল। তার আগে ২, ৩ ও ৪ অক্টোবর হবে প্রতিমা বিসর্জন।

রাজনীতি বনাম পুজোর রাজনীতি

তবে এই অনুদান বাড়ানোর ঘোষণার পরেই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এই ঘোষণাকে কটাক্ষ করে বলেন,
“আপনি হিন্দুদের পুজো করতে দেন না, সরস্বতী পুজোতেও হাইকোর্টে পারমিশন নিতে হয়। আপনি মহাকুম্ভকে ‘মৃত্যুকুম্ভ’ বলেছেন। আপনি হিন্দু দরদী নন।”

এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ বলেন,
“অনেকে আদালতে যায়। বলে কেন পুজো কমিটিগুলিকে সাহায্য করা হচ্ছে। কিন্তু এই পুজোগুলির সঙ্গে কত শ্রমজীবী মানুষের কাজ জড়িয়ে থাকে— সেটা বুঝতে হবে।”

💰 বাজেট ঘোষণার প্রতিশ্রুতি পূরণ

২০২৪-এ রাজ্য বাজেট ঘোষণার দিনই মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, ২০২৫-এ অনুদান হবে ১ লক্ষ টাকা। সেই প্রতিশ্রুতির অতিরিক্ত ১০ হাজার টাকা এবার ঘোষণা করে আরও একবার নিজের দায়বদ্ধতা প্রমাণ করলেন মমতা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!