দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

রাশিয়ায় ভোর রাতে ৮.৭ মাত্রার ভূমিকম্প! হাওয়াই, আলাস্কা ও জাপানে সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ভোর রাতে ৮.৭ মাত্রার ভূমিকম্প! হাওয়াই, আলাস্কা ও জাপানে সুনামি সতর্কতা জারি

রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প! হাওয়াই, আলাস্কা ও জাপানে সুনামির সতর্কতা, উপকূলজুড়ে তীব্র আতঙ্ক

বুধবার (৩০ জুলাই, ২০২৫) ভোর রাতে রাশিয়ার পূর্ব উপকূল কেঁপে উঠল এক ভয়ঙ্কর ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.৭, যা বিগত কয়েক দশকে এই অঞ্চলে অনুভূত অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস।

প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১২৫ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প আঘাত হানে। কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৯.৩ কিলোমিটার গভীরে। এতটাই ভয়ঙ্কর ছিল কম্পন, যে তা আশপাশের অঞ্চলকেও ব্যাপকভাবে প্রভাবিত করে।

তিন মিটার পর্যন্ত দৈত্যাকার ঢেউয়ের আশঙ্কা!

ভূমিকম্পের জেরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, হাওয়াইআলাস্কা-তে জারি হয়েছে হাই অ্যালার্ট। মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের (PTWC) তথ্য অনুযায়ী, সুনামির ফলে তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে জানান, “এই ভূমিকম্প কয়েক দশকে সবচেয়ে শক্তিশালী ও ভয়াবহ। জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিস্থিতির উপর নিরবচ্ছিন্ন নজর রাখা হচ্ছে।”

১০ দিন আগেও কেঁপেছিল রাশিয়া

এর আগে, চলতি মাসের ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭.৪ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে আজকের ভূমিকম্প তার থেকেও অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হচ্ছে।

এখনো পর্যন্ত হতাহতের খবর নেই

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে উপকূলবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। হাওয়াই ও আলাস্কায় বিচ এলাকা ও নিম্নভূমিগুলিতে জারি করা হয়েছে সতর্কতা।

আজকের আপডেটস সারসংক্ষেপে:

  • ভূমিকম্পের কেন্দ্র: রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূল
  • মাত্রা: ৮.৭ (রিখটার স্কেল)
  • সুনামি সতর্কতা: হাওয়াই, আলাস্কা, জাপান
  • হাই অ্যালার্ট জারি, উপকূলবর্তী মানুষকে সরানো হচ্ছে
  • রাশিয়া বলছে, এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প
  • এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি

সতর্কবার্তা:
যাঁরা হাওয়াই, আলাস্কা, জাপান বা প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে থাকেন, তাঁদের দ্রুত সরকার নির্দেশিত সুরক্ষিত স্থানে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

ভূমিকম্প ও সুনামি দুটিই প্রাকৃতিক বিপর্যয়। আজকের রাশিয়ার ঘটনা ফের মনে করিয়ে দিল, প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায়। উপকূলবর্তী অঞ্চলের মানুষদের জন্য এখন প্রয়োজন ধৈর্য, সতর্কতা ও প্রশাসনের সঙ্গে সহযোগিতা।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!