ম্যাঞ্চেস্টার, ২৬ জুলাই:
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে তৃতীয় দিনের শেষে ভয়াবহ চাপে ভারতীয় দল। প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে তুলেছে ৫৪৪ রান। ফলে ১৮৬ রানে এগিয়ে ‘থ্রি লায়ন্স’। ম্যাচের এই অবস্থায় ভারতকে এখন বাঁচাতে হলে করতে হবে অদ্ভুত এক প্রতিরোধ।
দিনের নায়ক নিঃসন্দেহে জো রুট। দুরন্ত ১৫০ রানের ইনিংস খেলে ফেরেন প্যাভিলিয়নে, আর ততক্ষণে ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক সেঞ্চুরির মালিক হয়ে উঠেছেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক—১২টি শতরান। তাঁর কেরিয়ারের এটি ৩৮তম সেঞ্চুরি। একই সঙ্গে তিনি টেস্টে দ্বিতীয় সর্বাধিক রানের মালিকও এখন, টপকে গেলেন দ্রাবিড়, পন্টিং, কালিসদের।
রুট ফিরলে হাল ধরেন অধিনায়ক বেন স্টোকস। দিনের শেষে তিনি ৭৭ রানে অপরাজিত। সঙ্গী আট বছর পর টেস্টে ফেরা লিয়াম ডওসন (২১*)। আজ চতুর্থ দিনে যত বেশি রান ইংল্যান্ড যোগ করবে, তত বেশি চাপে পড়বে শুভমান গিলদের দল।
তৃতীয় দিনে ইংল্যান্ড যোগ করেছে আরও ৩১৯ রান। ভারতের বোলিং ছিল একেবারে নিস্প্রভ। বুমরা ও সিরাজ একটি করে উইকেট পেলেও, বাকি বোলারদের অবদান প্রশ্নের মুখে। বিশেষ করে অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজ—১৮ ওভারে ৮৯ রান খরচ করে মাত্র একটি উইকেট পেয়েছেন। শার্দুল ঠাকুর উইকেটশূন্য।

এটা আরও একবার প্রমাণ করল—বুমরা ছাড়া এই দলের পেস অ্যাটাক ভঙ্গুর। আর এরই সুযোগ নিয়ে রুট, স্টোকস, পোপরা দাপটের সঙ্গে ব্যাট চালিয়ে গেলেন।
ভারতের সামনে এখন একটাই রাস্তা—দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ বাঁচানো। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডের এই উইকেটে সেই কাজ কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
ভারতের এই সংকট মুহূর্তে কীভাবে ফিরে আসবে টিম ইন্ডিয়া? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে!