দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

মোহনবাগানে অভিষেক সিংহ: সবুজ-মেরুন ডিফেন্সে নতুন চ্যাম্পিয়নের প্রত্যয়!

মোহনবাগানে অভিষেক সিংহ: সবুজ-মেরুন ডিফেন্সে নতুন চ্যাম্পিয়নের প্রত্যয়!

ডুরান্ড কাপ অভিযান শুরুর আগে বড় চমক মোহনবাগান সুপার জায়ান্ট শিবিরে!
জাতীয় দলের উদীয়মান ডিফেন্ডার অভিষেক সিংহ এবার সবুজ-মেরুন জার্সিতে অভিষেক করতে চলেছেন। পঞ্জাব এফসি ছেড়ে চার বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন মণিপুরের প্রতিশ্রুতিমান এই ২০ বছর বয়সি ফুটবলার।


মোহনবাগানের ডিফেন্সে নতুন শক্তি

আইএসএল শুরু হতেই মোহনবাগান দলগঠনে আক্রমণভাগের পাশাপাশি রক্ষণেও শক্তি বাড়াতে মন দিয়েছে। আর সেই লক্ষ্যেই জাতীয় দলের অভিজ্ঞ ডিফেন্ডার অভিষেক সিংহকে সই করাল ক্লাব ম্যানেজমেন্ট।

অভিষেক নিজে জানিয়েছেন –

“অনেক নামী ক্লাব থেকে অফার পেয়েছিলাম। কিন্তু মোহনবাগান আমার স্বপ্নের ক্লাব। এখানে ট্রফি জেতার মতো দল তৈরি হয়। আমি নিজেও চ্যাম্পিয়ন হতে চাই।”


পঞ্জাব এফসি থেকে চ্যাম্পিয়নের মন্ত্র নিয়েই এলেন

অভিষেক ইতিমধ্যেই পঞ্জাব এফসি-র জার্সিতে আই লিগ জেতার অভিজ্ঞতা অর্জন করেছেন। এবার লক্ষ্য আরও বড়—আইএসএল ও লিগ শিল্ড জেতা। তাঁর মতে, মোহনবাগানে থাকা বহু অভিজ্ঞ তারকা ফুটবলারের সঙ্গে অনুশীলন করলে নিজের দক্ষতা আরও বাড়বে।

“ভারতীয় দলের হয়ে খেললেও AFC চ্যাম্পিয়নশিপ খেলিনি। এটাই এবার আমার অন্যতম লক্ষ্য,” — বলেন অভিষেক।


ডার্বির উত্তেজনায় মুখিয়ে অভিষেক

একজন মোহনবাগান ফুটবলার হিসেবে তাঁর প্রথম চাওয়া — ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে মাঠে নামা।

“ডার্বির উন্মাদনা চোখে দেখেছি। এবার মাঠে নেমে সেই উত্তেজনা উপভোগ করতে চাই। মোহনবাগানের মতো সমর্থন দেশের আর কোনও ক্লাবে নেই।”


মোহনবাগানে অভিষেক সিংহ – মূল তথ্য এক নজরে:

🔹 বিষয়🔸 বিবরণ
নামঅভিষেক সিংহ
বয়স২০ বছর
পূর্ববর্তী ক্লাবপঞ্জাব এফসি
অর্জনআই লিগ চ্যাম্পিয়ন
নতুন ক্লাবমোহনবাগান সুপার জায়ান্ট
চুক্তির মেয়াদ৪ বছর
পজিশনডিফেন্ডার
বিশেষ আগ্রহডার্বি ম্যাচ, AFC চ্যাম্পিয়নশিপ

নতুন মৌসুমের আগে অভিষেকের যোগদান নিঃসন্দেহে মোহনবাগানের জন্য বাড়তি অনুপ্রেরণা। তাঁর মতো তরুণ ও চ্যাম্পিয়ন মেন্টালিটির ডিফেন্ডার দলের রক্ষণভাগে নিশ্চিতভাবে আত্মবিশ্বাস জোগাবে। সমর্থকরাও মুখিয়ে আছেন ডার্বিতে অভিষেককে দেখতে।


📌 এই খবরটি পড়েছেন? তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে!
মোহনবাগানের নতুন যুদ্ধযোদ্ধা নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!