ম্যাঞ্চেস্টার: টেস্ট ক্রিকেটে যেন নায়কোচিত প্রত্যাবর্তনের নাম ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের আগের দিন জোড়ালো চোটে আক্রান্ত হয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছেড়েছিলেন। কিন্তু পরের দিনই কার্যত এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে নামলেন। আর সেই অবস্থাতেই আর্চারকে ছক্কা মেরে গড়ে ফেললেন ভারতীয় ক্রিকেটের এক সর্বকালীন রেকর্ড!
চতুর্থ টেস্টে (IND vs ENG 4th Test) বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংসে ৫৪ রানের দাপুটে ইনিংস খেলেন ঋষভ। এই ইনিংস শুধুই সংখ্যার দিক থেকে নয়, বরং চেতনার দিক থেকেও স্মরণীয় হয়ে থাকবে।
কী হয়েছিল আগের দিন?
পন্থ রিভার্স স্যুইপ করতে গিয়ে বল পায়ে লাগে। চোট এমনই ছিল যে, তিনি মাঠ ছাড়েন অ্যাম্বুলেন্সে করে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই সেই চোট নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডের সিঁড়ি বেয়ে নেমে এলেন মাঠে। ব্যাটিংয়ে নামলেন। দৃষ্টান্ত তৈরি করলেন সাহসিকতার।
ইতিহাস রচনার মুহূর্ত:
জোফ্রা আর্চারের ১১১তম ওভারে যখন পন্থ পুল শটে ছক্কা হাঁকালেন, তখন ভারত প্রায় অলআউট হওয়ার মুখে। ক্রিজে ছিলেন বুমরা, পরের ব্যাটার সিরাজ। সেই পরিস্থিতিতে এই সাহসী শটেই এল ভারতের টেস্ট ইতিহাসের এক নতুন অধ্যায়।

সর্বাধিক ছক্কার রেকর্ড:
এই ছক্কার হাত ধরেই টেস্ট কেরিয়ারে পন্থের ছক্কার সংখ্যা দাঁড়াল ৯০-এ। এতদিন এই রেকর্ড ছিল বীরেন্দ্র সহবাগের দখলে, যিনি ১০৪ টেস্টে ৯০টি ছক্কা মারেন। কিন্তু পন্থ এই রেকর্ড স্পর্শ করলেন মাত্র ৪৬টি টেস্টেই! অর্ধেক সংখ্যক ম্যাচে।
শেষরক্ষা হয়নি, তবুও কিংবদন্তি ইনিংস:
অর্ধশতরান পূর্ণ করার পর আর্চারের বলেই বোল্ড হয়ে ফিরে যান পন্থ। কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে এই ইনিংস থেকে যাবে বহুদিন। শুধুমাত্র রান নয়, এই ইনিংস এক সাহসিকতার নাম।