দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

IND vs ENG: ডু অর ডাই ম্য়াচে চতুর্থ টেস্ট খেলতে ম্য়াঞ্চেস্টারে পৌঁছাল গিল বাহিনী

IND vs ENG: ডু অর ডাই ম্য়াচে চতুর্থ টেস্ট খেলতে ম্য়াঞ্চেস্টারে পৌঁছাল গিল বাহিনী

ভারত বনাম ইংল্যান্ড (IND vs ENG) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ হতে চলেছে ম্য়াঞ্চেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে। এই ম্যাচে হার মানেই সিরিজ হাতছাড়া। ফলে গিল বাহিনীর সামনে এখন একটাই লক্ষ্য—জিততেই হবে।

সিরিজের চিত্র: কে কতদূর এগিয়ে?

  • প্রথম টেস্টে হেরেছিল ভারত
  • দ্বিতীয় টেস্টে দুরন্ত কামব্যাক
  • তৃতীয় টেস্টে লর্ডসে লড়াই করেও পরাজয়

এই মুহূর্তে ২-১ ব্যবধানে সিরিজে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্ট জিতলে সিরিজ বাঁচবে, হারলে সমস্ত সম্ভাবনার ইতি।


কে কে রয়েছেন দলে?

ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছেন অধিনায়ক শুভমন গিল, সহ-অধিনায়ক ঋষভ পন্থ, কে এল রাহুল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল। প্রত্যেকেই প্রথম একাদশে থাকার সম্ভাবনা প্রবল।
দলে আরও রয়েছেন সাই সুদর্শনঅভিমন্যু ঈশ্বরণ। সাই একটি ম্যাচ খেললেও অভিমন্যুর এখনও অভিষেক হয়নি।

IND vs ENG: ডু অর ডাই ম্য়াচে চতুর্থ টেস্ট খেলতে ম্য়াঞ্চেস্টারে পৌঁছাল গিল বাহিনী

বুমরার ওয়ার্কলোড প্রশ্নে জল্পনা

দীর্ঘ সিরিজে জসপ্রীত বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে উদ্বেগ থাকলেও, সূত্র বলছে তিনি ম্য়াঞ্চেস্টার টেস্টে খেলবেন। এই সিদ্ধান্ত ম্যাচের গতি নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে।


ইতিহাস কী বলছে ওল্ড ট্র্যাফোর্ডে?

  • ভারত ও ইংল্যান্ড মোট ১৩৯টি টেস্টে মুখোমুখি হয়েছে
    • ইংল্যান্ড জয়: ৫৩
    • ভারত জয়: ৩৬
    • ড্র: ৫০
  • ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এখনও জিততে পারেনি
    • ৯ ম্যাচের মধ্যে ইংল্যান্ড জয়: ৪
    • ড্র: ৫
    • ভারত জয়: ০

২০১৪ সালের শেষ টেস্টে ভারত হেরেছিল ইনিংস ও ৫৪ রানে। সেবার দুই ইনিংস মিলিয়ে ৩৬৭ রান তুলতেও পারেনি ভারতীয় দল।


ব্যাটারদের রেকর্ড

এই মাঠে ভারতীয়দের মধ্যে সবচেয়ে সফল সুনীল গাভাসকর
তিনি ওল্ড ট্র্যাফোর্ডে ৫ ইনিংসে করেছেন ২৪২ রান—যা এখনো রেকর্ড।


ম্যাচ কখন, কোথায়?

  • চতুর্থ টেস্ট শুরু: ২৩শে জুলাই, ২০২৫
  • ভেন্যু: ওল্ড ট্র্যাফোর্ড, ম্য়াঞ্চেস্টার
  • সময়: সকাল ৩:৩০ (IST)

এই ম্যাচ শুধু সিরিজ বাঁচানোর নয়, আত্মসম্মান রক্ষারও। ইংল্যান্ডের মাটিতে বারবার হোঁচট খাওয়া ভারতীয় দল চাইবে এইবার ইতিহাস গড়তে। গিল, পন্থ, বুমরা, জাডেজার মতো তারকারা যদি নিজেদের দিনে থাকেন, তাহলে ওল্ড ট্র্যাফোর্ডে ভারতীয় ক্রিকেট প্রেমীরা দেখতে পারেন ইতিহাস রচনা। এখন দেখার, গিল বাহিনী চাপ সামলে সিরিজে কামব্যাক করতে পারে কি না।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!