ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে কে পাচ্ছেন ‘ভারত গৌরব’ ও ‘জীবনকৃতি’? অপেক্ষা চূড়ান্ত ঘোষণার
ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে এই বছরের ‘ভারত গৌরব’ ও ‘জীবনকৃতি’ সম্মানে ভূষিত হওয়ার সম্ভাব্য নামগুলি। ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে ইঙ্গিত মিলেছে, জীবন্ত কিংবদন্তি সত্যজিৎ মিত্র এবং ভিক্টর অমলরাজ – দুই প্রাক্তন ফুটবল অধিনায়ক – হয়তো এবার পাচ্ছেন ‘জীবনকৃতি’ সম্মান।
অন্যদিকে, ইস্টবেঙ্গলের সর্বোচ্চ সম্মান ‘ভারত গৌরব’ সম্ভবত এবার কোনও অলিম্পিক পদকজয়ী ক্রীড়াবিদ বা বিশিষ্ট ভারতীয় ক্রিকেটারের হাতে উঠতে পারে। যদিও ক্লাবের তরফে সরকারি ঘোষণা এখনও হয়নি, তবে আগামী সপ্তাহেই তা আসতে চলেছে বলে জানানো হয়েছে।
এবছরের অনুষ্ঠান আয়োজন করা হবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। অনুষ্ঠান ঘিরে আমন্ত্রিত ক্রীড়াবিদদের প্রাপ্যতা এবং চূড়ান্ত অনুমতির দিকেই এখন নজর ক্লাব কর্তাদের।
⚽ ময়দানে লিগ ফুটবল ফেরানোর দাবি ইস্টবেঙ্গলের
ক্রীড়া সাংবাদিক দিবসের দিনে আরেক গুরুত্বপূর্ণ বার্তা দেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, “ময়দানে আবার লিগ ফুটবল ফিরুক – এই দাবি আমাদের দীর্ঘদিনের। এখন প্রতিটি ক্লাবের কমপক্ষে ছ’টি করে দল। ফলে মাঠের অভাব প্রকট।”
তিনি আরও জানান, আগে মার্চ পর্যন্ত হকি চলত এবং তারপরে মাঠ চলে যেত ফুটবলের দখলে। এখন সেই পুরনো কাঠামোটাই বদলে গিয়েছে। দেবব্রতবাবুর দাবি, কলকাতার ঐতিহ্যবাহী ময়দানকে ফিরিয়ে আনতে হলে লিগ ফুটবলকে আবার সেই পরিবেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া জরুরি।
📸 ক্রীড়া সাংবাদিকদের সম্মান জানিয়ে বিশেষ উদ্যোগ
এই দিনে ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া সাংবাদিক দিবস উদ্যাপন করা হয় আন্তরিকভাবে। বিভিন্ন মিডিয়া হাউসের প্রতিনিধিদের উপস্থিতিতে এক মিলনমেলা হয়ে ওঠে ক্লাব চত্বর। ক্রীড়া সাংবাদিকদের সম্মান জানানোর পাশাপাশি, নতুন করে ফুটবলের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান ক্লাব কর্তারা।
ইস্টবেঙ্গল ক্লাব শুধু ফুটবলের জন্য নয়, তাদের সাংস্কৃতিক ও ক্রীড়া ঐতিহ্য রক্ষার দিকেও বরাবরের মতো সচেষ্ট। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘ভারত গৌরব’ ও ‘জীবনকৃতি’ সম্মান কারা পাচ্ছেন, তা জানার জন্য ফুটবল প্রেমীরা তাকিয়ে আগামী সপ্তাহের সরকারি ঘোষণার দিকে।