দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

দ্বিতীয় ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে লড়াইয়ে নামছে মোহনবাগান, ডুরান্ড নিয়েও নয়া সিদ্ধান্ত — CFL 2025 আপডেট

দ্বিতীয় ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে লড়াইয়ে নামছে মোহনবাগান, ডুরান্ড নিয়েও নয়া সিদ্ধান্ত — CFL 2025 আপডেট

ডুরান্ডে অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত বদলানোর পথে মোহনবাগান সুপার জায়ান্ট ৷

কলকাতা, ৩ জুলাই ২০২৫:
কলকাতা ফুটবল লিগ (CFL) ২০২৫-এ ফের চাপে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে পুলিশ এসি-র বিরুদ্ধে অপ্রত্যাশিত হার। দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ কালীঘাট স্পোর্টস লাভার্স, যারা নিজেরাও হারের স্মৃতি নিয়ে নামবে মাঠে। অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের লড়াই দুই দলের কাছেই ‘বাঁচা-মরার’ লড়াই হয়ে দাঁড়িয়েছে।

তবে এই ম্যাচ ঘিরে আরও একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে — ডুরান্ড কাপে অংশগ্রহণ নিয়ে বদলাচ্ছে মোহনবাগানের অবস্থান।
প্রাথমিকভাবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে অংশ না নেওয়ার দিকেই ঝুঁকেছিল সবুজ-মেরুন শিবির। কারণ, এবছর আইএসএলের সাতটি দল ইতিমধ্যেই ডুরান্ডে না খেলার সিদ্ধান্ত জানিয়েছে। কিন্তু যেহেতু সেনাবাহিনী এবং রাজ্য সরকারের সম্মিলিত আয়োজনে হয় এই প্রতিযোগিতা, তাই অনিচ্ছা সত্ত্বেও ইতিবাচক সিদ্ধান্তের পথে হাঁটছে মোহনবাগান।

তবে কিছু শর্ত দিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।
একই গ্রুপে ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে রাখা চলবে না, এমন দাবি ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে আয়োজকদের। পাশাপাশি সিনিয়র দল পুরোপুরি না খেললেও প্রয়োজন অনুসারে কিছু ম্যাচে মূল দলের ফুটবলারদের খেলানো হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

CFL 2025-এ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও কালীঘাট স্পোর্টস লাভার্স
প্রথম ম্যাচে হার, সমর্থকদের তীব্র সমালোচনা, অনুশীলনে মনোসংযোগের অভাব — এই সব কিছু নিয়েই দল নামছে বৃহস্পতিবার কালীঘাটের বিরুদ্ধে। দলের কোচ ডেগি কার্ডোজা জানিয়েছেন, “প্রস্তুতি সম্পূর্ণ না হলেও অজুহাতের জায়গা নেই। মাঠে নামলেই আমাদের সেরা খেলাটা খেলতেই হবে।”
তবে চোট-আঘাত সমস্যা মাথাচাড়া দিয়েছে রক্ষণভাগে। প্রতিপক্ষ সম্পর্কে বিশেষ ধারণা না থাকলেও পরিস্থিতি বুঝে ম্যাচ চলাকালীন ছক বদল করার কৌশলেই এগোতে চান কোচ।

অন্যদিকে কালীঘাট স্পোর্টস লাভার্সের শিবিরেও তেমনই চাপে। প্রথম ম্যাচে পরাজয়ের পর আত্মবিশ্বাস তলানিতে। দলের কোচ বিশ্বেশ্বর লাইরেঞ্জাম বলেন, “দলের বোঝাপড়া তৈরি হতে সময় লাগবে। আক্রমণে আরও ধারালো হতে হবে। সাব্বির আলির মতো প্রাক্তন ফুটবলারের পরামর্শ কাজে লাগাতে চাই।”
মোহনবাগানের প্রথম ম্যাচের পারফরম্যান্সও ইতিমধ্যে খুঁটিয়ে দেখেছে কালীঘাট শিবির।

‘গৃহযুদ্ধ’ মোহনবাগানের অন্দরেই!
মজার বিষয় হল, কালীঘাট স্পোর্টস লাভার্সের শীর্ষকর্তা আবার মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবেরই ফুটবল সচিব। ফলে ফুটবল প্রেমীরা এই ম্যাচকে আখ্যা দিয়েছেন ‘গৃহযুদ্ধ’! মাঠের লড়াইয়ের পাশাপাশি মনস্তাত্ত্বিক দ্বন্দ্বও জমবে এই ম্যাচে।


প্রথম ম্যাচের ধাক্কা সরিয়ে আবার জয়ে ফিরতে মরিয়া মোহনবাগান। অন্যদিকে, নিজেদের অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে নামবে কালীঘাট। পাশাপাশি ডুরান্ড কাপে অংশগ্রহণের সিদ্ধান্তে পরিবর্তন এনে ক্লাব কর্তৃপক্ষ বুঝিয়ে দিল, ঐতিহ্যের প্রতি এখনও শ্রদ্ধাশীল সবুজ-মেরুন। CFL 2025-এর দ্বিতীয় ম্যাচে নজর থাকবে গোটা ময়দানপ্রেমী বাংলার।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!