দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, “ভারতীয় দলের কোচ হতে চাই, কিন্তু কবে সুযোগ পাব জানি না”

সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, "ভারতীয় দলের কোচ হতে চাই, কিন্তু কবে সুযোগ পাব জানি না"

“ভারতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা আছে, তবে কবে সুযোগ পাব জানি না” – সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা, ২৯ জুন: ভারতীয় ক্রিকেটে যাঁর নাম ইতিহাস হয়ে রয়েছে, সেই সৌরভ গঙ্গোপাধ্যায় আবারও প্রকাশ করলেন তাঁর কোচ হওয়ার ইচ্ছা। কয়েকদিন আগেই সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি, ভারতীয় দলের কোচ হতে প্রস্তুত। এবার শনিবার কলকাতার এক অনুষ্ঠানে সেই ইচ্ছা ফের স্পষ্ট করে জানালেন দেশের প্রাক্তন অধিনায়ক।

অনুষ্ঠানে কী বললেন সৌরভ?
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সৌরভকে প্রশ্ন করেন— “আপনাকে কবে দেখব ভারতীয় দলের কোচ হিসেবে?” উত্তরে সৌরভ বলেন,
👉 “কোচ হিসেবে জানি না সুযোগ কবে পাব। ইচ্ছে আছে, তবে কবে হবে জানি না।”

সৌরভের দীর্ঘ ক্রিকেট-যোগ:
ক্রিকেট ছেড়ে দিলেও সৌরভ মাঠের সঙ্গেই নানাভাবে যুক্ত থেকেছেন।

  • ধারাভাষ্যকার,
  • সিএবি সচিব ও সভাপতি,
  • BCCI সভাপতি,
  • দিল্লি ক্যাপিটালসের মেন্টর ও ক্রিকেট পরিচালক— সব ভূমিকায় নজর কেড়েছেন তিনি।

তবে সৌরভ নিজেই জানিয়েছেন, “খেলা, প্রশাসক আর কোচ— এই তিনটির মধ্যে বেছে নিতে বললে আমি ক্রিকেটজীবনটাকেই বেছে নেব।”

সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, "ভারতীয় দলের কোচ হতে চাই, কিন্তু কবে সুযোগ পাব জানি না"

আগেও জানিয়েছিলেন কোচ হওয়ার ইচ্ছা:
এই প্রথম নয়, অতীতেও তিনি কোচ হওয়া নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, “এখনই নয়, তবে ভবিষ্যতে সময়-সুযোগ এলে অবশ্যই দায়িত্ব নেব।” বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, কোচিং ও মেন্টরশিপেও দীর্ঘদিন যুক্ত রয়েছেন।

ফুটবলপ্রেমী সৌরভের স্মৃতি:
অনুষ্ঠানে সৌরভ নিজের ছোটবেলার ফুটবলপ্রেমের কথাও বলেন।
👉 “ফুটবল খেলতে ভালো লাগত। কলকাতার কোনও ছেলেই ফুটবলে লাথি মারে না— এটা আমি দেখিনি। তবে ক্রিকেটে সুযোগ বেশি পেয়েছিলাম।”
তিনি আরও বলেন, “ফুটবল খেলতে গিয়ে অনেক চোট পেয়েছি। মা রাতে চুন আর হলুদ লাগিয়ে দিতেন।”

সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছা রাখেন, তবে এখনও সময় আসেনি। দেশজুড়ে ভক্তরা অপেক্ষা করছেন, কবে আবার ‘দাদা’ জাতীয় দলের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হবেন নতুন ভূমিকায়।

📌 আপনার মতামত দিন: আপনি কি সৌরভ গঙ্গোপাধ্যায়কে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে দেখতে চান? নিচে কমেন্ট করে জানান।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!