দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

প্রতি দিন সাড়ে ৫ কোটি আয়! আল নাসেরের সঙ্গে নয়া চুক্তিতে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

প্রতি দিন সাড়ে ৫ কোটি আয়! আল নাসেরের সঙ্গে নয়া চুক্তিতে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

বৃহস্পতিবার সৌদি আরবের ক্লাব আল নাসেরের সঙ্গে আরও দু’বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই চুক্তি ২০২৭ সাল পর্যন্ত বলবৎ থাকবে। আর এই নতুন চুক্তি তাঁকে এনে দিল বিশ্বের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকের প্যাকেজ।

প্রতি দিন সাড়ে ৫ কোটি আয়! আল নাসেরের সঙ্গে নয়া চুক্তিতে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

নতুন চুক্তি অনুযায়ী, বছরে রোনাল্ডো পাবেন ১৭ কোটি ৮০ লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ২,০০০ কোটি টাকা। এই হিসেবে মাসে ১৬৭ কোটি টাকা, সপ্তাহে সাড়ে ৩৮ কোটি টাকা, দিনে সাড়ে ৫ কোটি টাকা, ঘণ্টায় ২৩ লক্ষ টাকা, প্রতি মিনিটে ৩৮ হাজার এবং প্রতি সেকেন্ডে ৬৩৬ টাকা আয় করবেন সিআর৭।

চমকে দেওয়ার মতো বোনাসও রয়েছে এই চুক্তিতে:

  • প্রথম বছরে বোনাস: ২৮৮ কোটি টাকা
  • দ্বিতীয় বছরে বোনাস: ৪৪৭ কোটি টাকা
  • সৌদি লিগে চ্যাম্পিয়ন হলে: ৯৪ কোটি টাকা
  • এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতলে: ৭৬ কোটি টাকা
  • সোনার বুট জিতলে: ৪৭ কোটি টাকা
  • প্রতি গোলের জন্য: ৯৪ লক্ষ টাকা
  • প্রতি অ্যাসিস্টের জন্য: ৪৭ লক্ষ টাকা

মাঠের বাইরেও আকাশছোঁয়া আয়:
রোনাল্ডোর আয়ের বড় অংশ আসে মাঠের বাইরের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে।

  • স্পনসরশিপ ইনকাম: ৭০৫ কোটি টাকা
  • ব্যক্তিগত বিমানের জন্য বরাদ্দ: ৪৭ কোটি টাকা
  • আল নাসের ক্লাবের ১৫% মালিকানা: যা ভবিষ্যতে রোনাল্ডোর জন্য বিশাল বিনিয়োগ হয়ে দাঁড়াতে পারে।

নতুন অধ্যায়ে আত্মবিশ্বাসী রোনাল্ডো
আল নাসেরের পক্ষ থেকে একটি ভিডিও বার্তায় লেখা হয়—“The Story Continues”। রোনাল্ডো নিজেও সমাজমাধ্যমে লেখেন, “একটি নতুন অধ্যায় শুরু হল। একই আবেগ, একই স্বপ্ন। একসাথে ইতিহাস তৈরি হবে।”

প্রতি দিন সাড়ে ৫ কোটি আয়! আল নাসেরের সঙ্গে নয়া চুক্তিতে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রেকর্ডের রাজা রোনাল্ডো
পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনাল্ডো জাতীয় দলের হয়েও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং উয়েফা নেশনস লিগ জিতেছেন। ক্লাব ও দেশ মিলিয়ে জিতেছেন ২৮টি বড় ট্রফি। যদিও ইউরোপের বাইরের মঞ্চে, বিশেষ করে সৌদিতে এখনও পর্যন্ত তেমন সাফল্য পাননি। আল নাসেরের হয়ে তাঁর একমাত্র ট্রফি আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ—দু’বছর আগে।

রোনাল্ডোর নতুন চুক্তি নিঃসন্দেহে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে বেতন এবং বোনাসের নতুন মানদণ্ড তৈরি করল। তাঁর মতো কিংবদন্তি ফুটবলারের জন্য এমন প্রস্তাব হয়তো অস্বাভাবিক নয়, তবে এর আকার এবং শর্ত নিঃসন্দেহে নজরকাড়া। এবার দেখার, নতুন চুক্তিতে সৌদি আরবের মাটিতে রোনাল্ডো কী করে ইতিহাস রচনা করেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!