দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

ন’বছর পরে বড় পর্দায় কামব্যাক দেব-শুভশ্রী জুটি, টিজারে ‘ধূমকেতু’ নিয়ে তুঙ্গে উত্তেজনা!

ন’বছর পরে বড় পর্দায় কামব্যাক দেব-শুভশ্রী জুটি, টিজারে ‘ধূমকেতু’ নিয়ে তুঙ্গে উত্তেজনা!

টলিউডে ফিরে এল হারানো সময়—ন’বছর পর আবার একসঙ্গে দেব ও শুভশ্রী!
টলিউডের রুপোলি পর্দা যেন ফের স্বর্ণযুগে প্রবেশ করল। ৯ বছর পর দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় আবার একসঙ্গে আসছেন নতুন ছবি ‘ধূমকেতু’ নিয়ে। সদ্য মুক্তি পাওয়া টিজারে উঠে এসেছে এক ঝলক রোম্যান্স, থ্রিল এবং মন ছুঁয়ে যাওয়া সংলাপ।

টিজারে কী দেখা গেল?
দেবকে দেখা গেল এক সাহসী, লড়াকু চরিত্রে, যাঁর অতীত অজানা, আর ভবিষ্যৎ অনিশ্চিত। তাঁর সংলাপ—
সিনেমায় হিরো আইন ভেঙে ভিলেনকে কুপিয়ে মারলে হিরোই থাকে, আর আমরা মাঝখান থেকে ভিলেন থাকি”—ইতিমধ্যেই ভাইরাল!
শুভশ্রীর সঙ্গে দেবের কেমিস্ট্রি টিজারেই ফুটে উঠেছে। তাদের অসমাপ্ত প্রেম যেন পর্দার বাইরের অতীতকে স্মরণ করিয়ে দিয়েছে দর্শকদের।

ন’বছর পরে বড় পর্দায় কামব্যাক দেব-শুভশ্রী জুটি, টিজারে ‘ধূমকেতু’ নিয়ে তুঙ্গে উত্তেজনা!

‘ধূমকেতু’র ইতিহাসও রোমাঞ্চকর
এই ছবির শ্যুটিং শেষ হয়েছিল ২০১৬ সালেই। কিন্তু আইনি জটিলতায় ছবিটি আটকে যায় দীর্ঘদিন। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই থ্রিলার ড্রামা হতে পারত দেবের প্রথম প্রযোজিত ছবি, যা তিনি এবং রানা সরকার যৌথভাবে প্রযোজনা করেছিলেন। অবশেষে ছবিটি আগামী ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে।

বর্তমানের বাস্তব, অতীতের স্মৃতি
বর্তমানে দেবের ব্যক্তিগত ও পেশাদার জীবন রুক্মিণীর সঙ্গে জড়িয়ে, শুভশ্রী রাজ চক্রবর্তীর স্ত্রী ও দুই সন্তানের মা। তবুও এই দুই প্রাক্তন অনস্ক্রিন লাভবার্ডসের পুনর্মিলন যেন টলি ভক্তদের মনে ফিরিয়ে এনেছে এক অন্যরকম আবেগ আর নস্ট্যালজিয়া।

ভক্তদের উন্মাদনা চরমে
টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ #DhumketuTeaser ট্রেন্ড করছে। অনুরাগীরা বলছেন—
এ যেন দেবের রাজত্বের প্রত্যাবর্তন!
পুরনো দিনের শুভশ্রী ফিরেছে ধূমকেতুতে!

১৪ আগস্ট টলিউডে হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত—যেখানে দেব ও শুভশ্রীর কেমিস্ট্রি আবার মোহিত করবে বাংলা সিনেমার দর্শকদের। ‘ধূমকেতু’ কি পারবে সেই পুরনো ম্যাজিক ফিরিয়ে আনতে? এখন অপেক্ষা শুধুই মুক্তির দিনের।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!