যুদ্ধ উত্তপ্ত তেহরান: নিরাপত্তা সদর দফতর ধ্বংসের দাবি ইজরায়েলের
ইরান-ইজরায়েল সংঘর্ষ ক্রমেই ভয়াবহ মোড় নিচ্ছে। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তেহরানের Internal Security Headquarters ধ্বংস করে দিয়েছে তাদের যুদ্ধবিমান। এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট, পরিস্থিতি আর কূটনৈতিক স্তরে নেই, সরাসরি সামরিক স্তরে পৌঁছে গিয়েছে সংঘাত।
পাল্টা মিসাইল হামলা ও ড্রোন বিস্ফোরণে উত্তাল ইজরায়েল
ইরানের পক্ষ থেকেও ছোঁড়া হয়েছে একাধিক মিসাইল। বাত ইয়াম শহরে ইরানের হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে। শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইজরায়েলের মেট্রোপলিটন অঞ্চল। পরিস্থিতির জবাবে ইজরায়েল জানায়, বুধবারই তেহরানের সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত হবে। সেইমতোই হামলা হয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দফতরে।

খামেনেইকে হত্যার হুমকি নেতানিয়াহু ও ট্রাম্পের
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোজাসুজি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই তাঁদের লক্ষ্য। অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটারে হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘আমি জানি খামেনেই কোথায় লুকিয়ে আছেন। তিনি টার্গেট, কিন্তু আমরা এখনই তাঁকে মারতে চাই না। আমাদের ধৈর্য ফুরোচ্ছে।’’
এই বক্তব্যের প্রেক্ষিতে ইরান জানিয়ে দিয়েছে, কোনও আত্মসমর্পণ হবে না। খামেনেই বলেছেন, ‘‘জঙ্গি ইহুদি শাসনের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমেরিকা হামলা চালালে ভয়ঙ্কর পরিণতি বরণ করতে হবে।’’
চিনের প্রতিক্রিয়া: ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন
চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক নিরাপত্তা এবং জাতিসংঘের নীতির পরিপন্থী। চিনের তরফে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, ‘‘এটি একটি বিপজ্জনক উস্কানি।’’ সেই সঙ্গে চিন নিজেদের নাগরিকদের ইরান থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে।
ভারতীয়দের সুরক্ষা: ১২০ জন ছাত্রকে আর্মেনিয়ায় সরানো হল
বর্তমানে ইরানে প্রায় ৪০০০-এর বেশি ভারতীয় নাগরিক রয়েছেন, যাঁদের অধিকাংশই শিক্ষার্থী। পররাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ভারতীয় দূতাবাসের সহযোগিতায় উত্তর তেহরান থেকে ১২০ জন ছাত্রকে নিরাপদে আর্মেনিয়ায় সরিয়ে নেওয়া হয়েছে।
ইরান-ইজরায়েল যুদ্ধ পরিস্থিতি এখন আর শুধু মধ্যপ্রাচ্য সীমাবদ্ধ নেই—এটি পরিণত হচ্ছে এক আন্তর্জাতিক সংকটে। খামেনেই ও নেতানিয়াহুর পাল্টা হুমকি, ট্রাম্পের মন্তব্য, চিনের কড়া প্রতিক্রিয়া—সব মিলিয়ে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। আগামী দিনে এই সংঘাত কোন দিকে মোড় নেয়, সেদিকে এখন তাকিয়ে গোটা বিশ্ব।