দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

সেন্সরের ছাড়পত্র পেল আমির খানের ‘সিতারে জমিন পার’, ২০শে জুন বড়পর্দায় আসছে সিনেমাটি!

সেন্সরের ছাড়পত্র পেল আমির খানের ‘সিতারে জমিন পার’, ২০শে জুন বড়পর্দায় আসছে সিনেমাটি!

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ফিরছেন আবার বড়পর্দায়, এবারে এক আবেগঘন গল্প নিয়ে। সিতারে জমিন পার, যা ২০০৭ সালের কালজয়ী ছবি তারে জমিন পার-এর আত্মিক সিক্যুয়েল, সেটি পেয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর চূড়ান্ত ছাড়পত্র। ফলে নিশ্চিত হল, ২০শে জুন ২০২৫-এ এই ছবিটি মুক্তি পেতে চলেছে শুধুমাত্র প্রেক্ষাগৃহেই।

ছবির ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে—ভালবাসা, বন্ধুত্ব ও আনন্দে পরিপূর্ণ এক বিশ্ব তুলে ধরেছে ট্রেলারটি। এবার যখন CBFC-এর ছাড়পত্র এসে গেল, তখন ছবিটি ঘিরে উত্তেজনার পারদ আরও চড়েছে।

প্রথম সারির অভিনেতাদের সঙ্গে ১০ জন নতুন তারকা!
সিতারে জমিন পার ছবিটি আরও বিশেষ হয়ে উঠেছে কারণ এখানে দেখা যাবে দশজন নতুন প্রজন্মের প্রতিভাবান অভিনেতা ও অভিনেত্রীকে। তাঁরা হলেন—অরৌষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভানসালি, আশীষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরন মঙ্গেশকর।

সেন্সরের ছাড়পত্র পেল আমির খানের ‘সিতারে জমিন পার’, ২০শে জুন বড়পর্দায় আসছে সিনেমাটি!

তাদের সঙ্গে মুখ্য চরিত্রে রয়েছেন আমির খান এবং জেনেলিয়া দেশমুখ। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভ মঙ্গল সাবধান খ্যাত আর. এস. প্রসন্ন, যাঁর অভিজ্ঞতা এবং আবেগ নিঃসন্দেহে এই ছবিতে এক নতুন মাত্রা আনবে।

সেন্সরের ছাড়পত্র পেল আমির খানের ‘সিতারে জমিন পার’, ২০শে জুন বড়পর্দায় আসছে সিনেমাটি!

সংগীত থেকে চিত্রনাট্য—সব ক্ষেত্রেই তারকাখচিত টিম
ছবির গানে থাকছে অমিতাভ ভট্টাচার্যের লেখা কথা এবং সুরে আছেন বিখ্যাত সঙ্গীত-ত্রয়ী শঙ্কর-এহসান-লয়। চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। প্রযোজনার দায়িত্ব সামলেছেন আমির খান এবং অপরণা পুরোহিত। সহ-প্রযোজক হিসেবে আছেন বি. শ্রীনিবাস রাও এবং রবি ভাগচণ্ডকা।

শুধুমাত্র থিয়েটারেই মুক্তি!
বর্তমান ওটিটি যুগে দাঁড়িয়েও সিতারে জমিন পার মুক্তি পাচ্ছে শুধুমাত্র প্রেক্ষাগৃহে—এটা এক বড় সিদ্ধান্ত। প্রেক্ষাগৃহে দর্শকেরা এই ছবির আবেগ, নাটকীয়তা এবং সঙ্গীতের পূর্ণ অভিজ্ঞতা নিতে পারবেন।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!