কলকাতা:
১১ জুন, বিকেল ৫টা ৩৭ মিনিট, কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনন্য সন্ধ্যা। শুরু হল বেঙ্গল প্রো টি-২০ লিগ ২০২৫, আর তার আগেই ক্রিকেটপ্রেমীরা পেলেন এক মনমুগ্ধকর উপহার—বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের দুর্দান্ত পারফরম্যান্স।
এই প্রথম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বর্ণহীন চাকচিক্যহীন, কিন্তু সুর ও ছন্দে মাতলেন হাজার হাজার দর্শক। বলিউডের শাকিরা খ্যাত সুনিধি টানা ১ ঘণ্টা ১০ মিনিট মঞ্চ কাঁপালেন তাঁর হিট গান দিয়ে—‘ধুম মাচালে’ দিয়ে শুরু, ‘বিড়ি জ্বালাইলেত’-এ শেষ।
‘ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘ইশক সুফিয়ানা’, ‘বে ইন্তেহান’, ‘বলম সামি’, ‘শিলা কি জওয়ানি’ – একের পর এক হিট ট্র্যাকে নেচে উঠল ইডেন। শুধু নাচ নয়, ‘মস্ত, ধুম, মিশন কাশ্মীর’-এর মতো গানও গাইলেন, প্রমাণ করলেন তিনি এখন একজন কমপ্লিট লাইভ পারফর্মার। সূর্যাস্তের আলো-আঁধারি পরিবেশে সুর যেন আরও মায়াবী হয়ে উঠেছিল।
ইডেনে উপস্থিত ছিলেন:
মঞ্চে সঙ্গ দিলেন বঙ্গ ক্রিকেটের তারকারা—ট্রফি হাতে মাঠে এলেন ঝুলন গোস্বামী ও ঋদ্ধিমান সাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ও সচিব নরেশ ওঝা।

মঞ্চে ডাক পড়ে ছেলেমেয়েদের আট দলের অধিনায়কদের।
১১ জুন থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত চলবে এই ঘরোয়া টি-২০ ক্রিকেট লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি সোবিস্কো স্ম্যাশার্স মালদা ও মুর্শিদাবাদ কিংস – গতবারের যুগ্ম চ্যাম্পিয়ন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত থাকলেও উপস্থিত থাকতে পারেননি। তবু তার অভাব ঢেকে দেয় সুনিধি চৌহানের সুর-ঝড়।