ইডেনে সুনিধির তালে উদ্বোধন বেঙ্গল প্রো টি-২০ লিগ ২০২৫, ক্রিকেট-সঙ্গীতের এক মোহময় সন্ধ্যা

ইডেনে সুনিধির তালে উদ্বোধন বেঙ্গল প্রো টি-২০ লিগ ২০২৫, ক্রিকেট-সঙ্গীতের এক মোহময় সন্ধ্যা

কলকাতা:
১১ জুন, বিকেল ৫টা ৩৭ মিনিট, কলকাতার ইডেন গার্ডেন্সে এক অনন্য সন্ধ্যা। শুরু হল বেঙ্গল প্রো টি-২০ লিগ ২০২৫, আর তার আগেই ক্রিকেটপ্রেমীরা পেলেন এক মনমুগ্ধকর উপহার—বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহানের দুর্দান্ত পারফরম্যান্স।

এই প্রথম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠান ছিল বর্ণহীন চাকচিক্যহীন, কিন্তু সুর ও ছন্দে মাতলেন হাজার হাজার দর্শক। বলিউডের শাকিরা খ্যাত সুনিধি টানা ১ ঘণ্টা ১০ মিনিট মঞ্চ কাঁপালেন তাঁর হিট গান দিয়ে—‘ধুম মাচালে’ দিয়ে শুরু, ‘বিড়ি জ্বালাইলেত’-এ শেষ।

ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘ইশক সুফিয়ানা’, ‘বে ইন্তেহান’, ‘বলম সামি’, ‘শিলা কি জওয়ানি’ – একের পর এক হিট ট্র্যাকে নেচে উঠল ইডেন। শুধু নাচ নয়, ‘মস্ত, ধুম, মিশন কাশ্মীর’-এর মতো গানও গাইলেন, প্রমাণ করলেন তিনি এখন একজন কমপ্লিট লাইভ পারফর্মার। সূর্যাস্তের আলো-আঁধারি পরিবেশে সুর যেন আরও মায়াবী হয়ে উঠেছিল।

ইডেনে উপস্থিত ছিলেন:
মঞ্চে সঙ্গ দিলেন বঙ্গ ক্রিকেটের তারকারা—ট্রফি হাতে মাঠে এলেন ঝুলন গোস্বামীঋদ্ধিমান সাহা। উপস্থিত ছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু, মেয়র পারিষদ দেবাশিস কুমার, সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ও সচিব নরেশ ওঝা

ইডেনে সুনিধির তালে উদ্বোধন বেঙ্গল প্রো টি-২০ লিগ ২০২৫, ক্রিকেট-সঙ্গীতের এক মোহময় সন্ধ্যা

মঞ্চে ডাক পড়ে ছেলেমেয়েদের আট দলের অধিনায়কদের।
১১ জুন থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত চলবে এই ঘরোয়া টি-২০ ক্রিকেট লড়াই। প্রথম ম্যাচে মুখোমুখি সোবিস্কো স্ম্যাশার্স মালদামুর্শিদাবাদ কিংস – গতবারের যুগ্ম চ্যাম্পিয়ন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত থাকলেও উপস্থিত থাকতে পারেননি। তবু তার অভাব ঢেকে দেয় সুনিধি চৌহানের সুর-ঝড়।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!