দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুরে মনামী ঘোষের ট্র্যাডিশনাল লুক ভাইরাল! আটপৌরে সাজেই মাত করলেন বঙ্গবধূ রূপে

লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুরে মনামী ঘোষের ট্র্যাডিশনাল লুক ভাইরাল! আটপৌরে সাজেই মাত করলেন বঙ্গবধূ রূপে

ট্র্যাডিশনাল লুকেও যে গ্ল্যামার ছড়ানো যায়, তা আরও একবার প্রমাণ করলেন মনামী ঘোষ। লাল রঙের শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কপালে বড় লাল টিপ আর মানানসই গয়নায় নিজেকে একেবারে আটপৌরে বঙ্গবধূ রূপে মেলে ধরলেন অভিনেত্রী। এই ছবিগুলি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ায় ভাইরাল।

মনামী ঘোষ বরাবরই পোশাক ও সাজগোজ নিয়ে সাহসী এক্সপেরিমেন্টে বিশ্বাস করেন। কখনও ওয়েস্টার্ন ড্রেস, কখনও গ্ল্যাম পার্টি লুক—সবেতেই স্বচ্ছন্দ। তবে এবার এক্কেবারে ঘরোয়া বাঙালি সাজে মনামী যেন এক অন্য আলোয় ধরা দিলেন।

ছবিতে মনামীর পরনে রয়েছে ঐতিহ্যবাহী লাল শাড়ি, গাঢ় সিঁদুরে রাঙানো সিঁথি আর হালকা অথচ নিখুঁত মেকআপ। হেয়ারস্টাইলেও ধরা পড়েছে সাবলীলতা। সাজটি যতটা ঘরোয়া, তার থেকেও বেশি নজরকাড়া। অনুরাগীরা বলছেন, “মনামী একেবারে ঘরের মেয়ের মতো লাগছে।”

নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন—“এমন আটপৌরে সাজেও এতটা মোহময়ী হওয়া যায়?!” অভিনেত্রীর এই রূপে মুগ্ধ তাঁর সহকর্মীরাও। ইতিমধ্যেই হাজার হাজার লাইক ও শেয়ার পেয়েছে ছবিগুলি।

এ প্রসঙ্গে বলে রাখা ভালো, মনামী ঘোষ শুধুই একজন সফল অভিনেত্রী নন, ফ্যাশন আইকন হিসাবেও তাঁর নাম উল্লেখযোগ্য। নানা সময়ে নানা লুকে ধরা দিয়ে তিনি প্রমাণ করেছেন, ফ্যাশন মানে নিজের মতো করে বাঁচা।

অবশ্য, এক্সপেরিমেন্ট করতে গিয়ে মাঝে মাঝে ট্রোলিংয়ের শিকারও হয়েছেন তিনি। কিন্তু অভিনেত্রী জানিয়ে দিয়েছেন, নেগেটিভ মন্তব্য তাঁকে দমিয়ে রাখতে পারে না। নিজের পছন্দ, নিজের স্টাইলেই এগিয়ে চলতে ভালোবাসেন মনামী।


মনামী ঘোষের এই লাল শাড়ি লুক শুধুই একটি ফ্যাশন স্টেটমেন্ট নয়, বরং এটি একটি বার্তা—নিজেকে নিজের মতো করে উপস্থাপন করাই আসল সৌন্দর্য। আটপৌরে সাজেও যদি গ্ল্যামার থাকে, তা হলে আর থামার কী আছে? বাংলা ফ্যাশন দুনিয়ায় মনামীর এই স্টাইল নিঃসন্দেহে এক নতুন ট্রেন্ড গড়ে দিল।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!