ইতিহাসের মুখোমুখি শ্রেয়স-কোহলিরা, আইপিএল ২০২৫ ফাইনাল বঞ্চনার জবাব দেবে কোন দল?

১৮ বছরে পা দেওয়া আইপিএল পাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। মঙ্গলবার অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই অধিনায়ক— একদিকে ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB), অন্যদিকে ক্রিকেটে বারবার অবহেলিত শ্রেয়স আয়ারের পঞ্জাব কিংস (PBKS)। মাঠে নামবেন না শুধু ট্রফির জন্য, লড়বেন নিজের প্রমাণ, পুরনো বঞ্চনার জবাব, জাতীয় দলের উপেক্ষার ক্ষত মুছতে।
পঞ্জাব কিংস: শ্রেয়সের আত্মবিশ্বাস, দলের ‘প্যাক্ট’ পারফর্ম্যান্স

কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন সফল অধিনায়ক শ্রেয়স আইয়ার এ বছর নেতৃত্ব দিচ্ছেন পঞ্জাব কিংসকে। গত বছর আইপিএল জয়ী অধিনায়ক জানেন ফাইনালের চাপ কীভাবে সামলাতে হয়। ধারাবাহিক পারফরম্যান্সে দল উঠেছে ফাইনালে। নামী তারকার অভাব সত্ত্বেও, অর্শদীপ সিংহ, চহলের মতো নির্ভরযোগ্য মুখ ও শ্রেয়সের সঠিক নেতৃত্বে পঞ্জাব দল যেন একটি সংহত, পরিবারসম দল।
শ্রেয়স আয়ারের কাছে এই ফাইনাল শুধু আইপিএল ট্রফি নয়, জাতীয় টেস্ট দলে জায়গা না পাওয়া, বারবার উপেক্ষিত হওয়ার, অবজ্ঞারও জবাব। এমন মঞ্চে আত্মপ্রমাণের সুযোগ দুর্লভ।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: কোহলির ‘শেষ স্বপ্ন’ পূরণের ম্যাচ?

২০০৮ থেকে RCB-র সঙ্গে যুক্ত বিরাট কোহলি এখনও আইপিএল ট্রফির স্বাদ পাননি। জীবনের শেষ পর্বে এসে এই একটাই ঘাটতি পূরণ করতে মরিয়া তিনি। দলে রয়েছেন হেজ়লউড, ফিল সল্টের মতো তারকা, তবে নেতৃত্বে রয়েছেন রজত পাটিদার— এমনই নতুন ধারার উদাহরণ এই RCB। তরুণ নেতৃত্ব, চাপমুক্ত পরিবেশেই কোহলিরা খেলছেন মুক্ত ক্রিকেট। সব বিভাগেই ফর্মে রয়েছে দল।
তাদের একমাত্র উদ্দেশ্য— ইতিহাস গড়া। আর ট্রফিটা কোহলির হাতে তুলে দেওয়া।
দুই বিতাড়িত কোচ, দুই প্রমাণের লড়াই

দিল্লির কাছে অবজ্ঞার শিকার রিকি পন্টিং, লখনউ কর্তৃপক্ষের আস্থা হারানো অ্যান্ডি ফ্লাওয়ার— দুই কোচই নতুন দলে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। আধুনিক ক্রিকেটে কোচের আসল কাজ রণনীতি ও দলগত মনোবল তৈরি। এই দুই ক্ষেত্রে দুই কোচই সফল। তবে ট্রফির হাত ছোঁয়া না গেলে ইতিহাস কিন্তু ব্যর্থতার খতিয়ানই মনে রাখবে।
পন্টিং এদিকে মিডিয়ায় কৌশলে গম্ভীরকে খোঁচা দিয়ে শ্রেয়সের ক্ষোভকে জ্বালিয়ে দিয়েছেন— যাতে আয়ার আরও আগ্রাসী হয়ে ওঠেন ফাইনালে। সুতরাং মাঠের বাইরেও চলছে মানসিক খেলা।
আবহাওয়ার আশঙ্কা: ফাইনালে বৃষ্টি নামাবে কি রোমাঞ্চে ভাঁটা?
মঙ্গলবার ফাইনালের দিনও অহমদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রয়েছে রিজার্ভ ডে, অর্থাৎ বুধবার। তবে সেদিনও যদি খেলা না হয়, তাহলে লিগে এগিয়ে থাকার সুবাদে ট্রফি যাবে পঞ্জাব কিংসের ঘরে।
জিতবে কে?

RCB ট্রফির জন্য লড়বে কোহলির স্বপ্নপূরণে। পঞ্জাব খেলবে শ্রেয়সের অবহেলার জবাবে। দু’দলেই ইতিহাসের চাপ, দু’দলেই আত্মপ্রমাণের তাগিদ। মঙ্গলবার রাতে কোনও এক দল নতুন করে শুরু করবে তাদের ইতিহাস। আইপিএল ২০২৫-এর ট্রফি হয়ে উঠবে কোনও এক বীরের নীরব উত্তরপত্র।