বিনোদন ডেস্ক | ১ জুন ২০২৫
জামাইষষ্ঠীর আনন্দ দ্বিগুণ হয়ে উঠল টলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং তাঁর স্ত্রী সমাজকর্মী পিয়া চক্রবর্তীর জীবনে। এই শুভ দিনে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁদের ঘর আলো করে এলো এক ফুটফুটে পুত্রসন্তান।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মা ও শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। সন্তান জন্মের পর থেকেই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা আনন্দে ভাসছেন।
ফেব্রুয়ারিতে প্রথম জানান মা হতে চলেছেন পিয়া
চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে পিয়া ও পরমব্রত তাঁদের প্রথম সন্তানের আগমনের বার্তা জানান। ছবির স্লাইডশোতে ছিল তাঁদের ভালোবাসার মুহূর্ত, পোষ্য কুকুর ‘নীনা’ ও বিড়াল ‘বাঘা’-র উপস্থিতি এবং এক গুচ্ছ ফুলের ছবি। শেষ ছবিটির ক্যাপশনে লেখা ছিল “Baby on the way”।
পিয়া লেখেন, “প্রথম ছবিটা আমাদের, দ্বিতীয়টা নীনার, আর তৃতীয়টা বাঘার। আমাদের ভালোবাসা বাড়ছে। খুব শিগগিরই আসছে আমাদের নতুন অতিথি।”
২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ে
২০২৩ সালের ২৭ নভেম্বর পরমব্রত ও পিয়া ঘরোয়া এক আইনি অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েটি যতটা চমকপ্রদ ছিল, ততটাই ছিল ব্যক্তিগত। মিডিয়ার জল্পনা-কল্পনা এড়িয়ে তাঁরা তাঁদের সম্পর্কটিকে শান্তিপূর্ণ ও আন্তরিক রাখার দিকেই জোর দিয়েছেন।
সন্তানের আগমনে জীবনে নতুন অধ্যায়
এই নতুন সদস্য তাঁদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করল। পরমব্রতের জন্মদিন ২৭ জুন—তার আগেই এল জীবনের সবচেয়ে বড় উপহার।
পরমব্রতের কর্মজীবনে একের পর এক সাফল্য
পরমব্রত চলতি বছরে সৃজিত মুখার্জির Shotyi Boley Shotyi Kichhu Nei সিনেমার মাধ্যমে বছর শুরু করেন। এরপর নিজের পরিচালিত ছবি Ei Raat Tomar Amaar-এ অনজন দত্ত ও অপরনা সেনের মতো তারকাদের নিয়ে কাজ করেন।
এপ্রিল মাসে Killbill Society-তে তিনি আনন্দ কর চরিত্রে ফিরে আসেন। বর্তমানে হইচই-তে স্ট্রিম করছে তাঁর ওয়েব সিরিজ Bhog। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন সিনেমা Sonar Kellay Jawker Dhan।
ভালোবাসা ও আশীর্বাদে ভাসছেন পরমব্রত ও পিয়া
পরমব্রত ও পিয়ার জীবনের এই খুশির মুহূর্তে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। টলিউডের সহকর্মী থেকে অনুরাগী—সকলেই জানাচ্ছেন তাঁদের শুভকামনা।