দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

পদ্মশ্রী সম্মানে সম্মানিত মমতা শঙ্কর: বাংলার সংস্কৃতির ঐতিহাসিক মুহূর্ত

পদ্মশ্রী সম্মানে সম্মানিত মমতা শঙ্কর: বাংলার সংস্কৃতির ঐতিহাসিক মুহূর্ত

নিজস্ব প্রতিবেদন:
ভারতের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর এবার পেলেন দেশের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার গ্রহণের মাধ্যমে শুধু মমতা নন, গর্বিত হয়েছে গোটা বাংলা। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।

রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ, আবেগঘন মুহূর্ত ভাগ করে নিলেন নিজেই

মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মমতা শঙ্কর এই পদ্ম সম্মান গ্রহণ করেন। সেই আবেগঘন মুহূর্তের ছবি ও ভিডিও নিজেই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি। অনুরাগীদের প্রতিক্রিয়ায় স্পষ্ট, এই সম্মান শুধু ব্যক্তিগত নয়, বরং বাংলা সংস্কৃতিরও এক গৌরবময় স্বীকৃতি।

“মেঘ না চাইতেই জল” — বিনম্র কণ্ঠে শিল্পীর প্রতিক্রিয়া

মমতা শঙ্করের প্রতিক্রিয়ায় ফুটে ওঠে তাঁর বিনয় ও কৃতজ্ঞতা। সংবাদমাধ্যমে তিনি বলেন, “মেঘ না চাইতেই জল। আমি কখনও ভাবিনি এমন কিছু পাব। এটা আমার কাজের স্বীকৃতি।” তিনি আরও জানান, “সব কৃতিত্ব সাঁইবাবার, আমার বাবা-মায়ের আশীর্বাদ, এবং সকলের ভালোবাসা—এই পুরস্কার তাঁদের সকলের।”

ছেলে রাতুল শঙ্করের প্রতিক্রিয়া

মায়ের এই বিরাট অর্জনে উচ্ছ্বসিত ছেলে রাতুল শঙ্কর ঘোষ। সংবাদমাধ্যমে তিনি জানান, “মায়ের এই সম্মান প্রাপ্তি আমাদের গর্বিত করেছে। যদিও অনেক দেরিতে পেলেন।” তবে জ্বরের কারণে মা-ছেলের সাক্ষাৎ আপাতত স্থগিত রয়েছে। রাতুল বলেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে চাই।”

শিল্পজগতে মমতা শঙ্করের উজ্জ্বল যাত্রাপথ

মমতা শঙ্করের শৈল্পিক যাত্রা শুরু হয়েছিল বাবা উদয় শঙ্কর ও মা অমলা শঙ্করের প্রতিষ্ঠিত নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র থেকে। সেখান থেকেই শুরু হয় তাঁর নৃত্যজীবন। পরে অভিনেত্রী হিসেবেও তাঁর কৃতিত্ব অসাধারণ। ‘আগন্তুক’, ‘মাছের ঝোল’, ‘প্রজাপতি’ থেকে শুরু করে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘বিজয়ার পরে’ ছবিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শক ও সমালোচকদের। এ বছরের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-তে ‘সেরা অভিনেত্রী’ পুরস্কারও জিতেছেন তিনি।

পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত অন্যান্য বাঙালি ব্যক্তিত্ব

এই বছর পশ্চিমবঙ্গ থেকে আরও যাঁরা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন, তাঁরা হলেন—

  • গায়ক অরিজিৎ সিং
  • শিল্পী গোকুলচন্দ্র দাস
  • সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়
  • শিল্পপতি পবন গোয়েঙ্কা
  • আধ্যাত্মিক গুরু স্বামী প্রদীপ্তানন্দ
  • সমাজকর্মী বিনায়ক লোহানি
  • সেতারবাদক পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার

সম্মান শুধু মমতার নয়, গোটা বাংলার

মমতা শঙ্করের পদ্মশ্রী প্রাপ্তি নিঃসন্দেহে তাঁর দীর্ঘ শিল্পজীবনের এক মহার্ঘ স্বীকৃতি। তবে এ সম্মান শুধু তাঁর ব্যক্তিগত নয়—এটি বাংলা সংস্কৃতির আন্তর্জাতিক স্বীকৃতি। অনুরাগীমহলের মতে, এই অর্জন বাংলা মঞ্চ, চলচ্চিত্র ও নৃত্যজগতকে এক নতুন দিশা দেখাবে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
আরও পড়ুন
error: Content is protected !!