দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

বিয়ের আনন্দে বাড়াবাড়ি! কেক কাটার পর নববধূর মুখ কেকের ভেতর চেপে ধরলেন বর, তারপর যা ঘটল…

বিয়ের আনন্দে বাড়াবাড়ি! কেক কাটার পর নববধূর মুখ কেকের ভেতর চেপে ধরলেন বর, তারপর যা ঘটল…

জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন নবদম্পতি। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের সামনে ছিল কেক কাটার আয়োজন। সেই আনন্দঘন মুহূর্তেই ঘটে গেল এক অপ্রত্যাশিত কাণ্ড।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সাদা গাউনে এক তরুণী দাঁড়িয়ে রয়েছেন, পাশে রয়েছেন তাঁর সদ্য বিবাহিত স্বামী। অতিথিদের সামনে কেক কাটার সময় হঠাৎ করেই বর আনন্দে এতটাই আত্মহারা হয়ে পড়েন যে, নববধূর ঘাড় ধরে সরাসরি তাঁর মুখ কেকের মধ্যে চেপে বসিয়ে দেন।

এই ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না নববধূ। মুখ তুলতেই দেখা যায়, চুল থেকে মুখ পর্যন্ত কেকের ক্রিমে ভরে গিয়েছে। স্ত্রীর এমন অবস্থার পরও স্বামী বিজয়ের ভঙ্গিতে হাত উঁচিয়ে আনন্দ প্রকাশ করেন। প্রথমে অবাক হয়ে গেলেও, পরে স্বামীর এই আচরণে হেসে ফেলেন নববধূ। কিছুটা দ্বিধাগ্রস্তভাবে স্বামীর হাততালিতেও সাড়া দেন তিনি।

ভিডিয়োটি ‘দ্য বেস্ট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি।

এই ঘটনার পর সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কেউ বলছেন, এমন আনন্দের বহিঃপ্রকাশ অতিরিক্ত হয়ে গেছে, আবার কেউ বলছেন, মজার ছলে এমন কিছু হতেই পারে।

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!