দুর্গাপুজো ২০২৫ শুরু হতে বাকি !!

Days
Hours
Minutes
Seconds

শতাব্দী-ঋতাভরীর ‘বাৎসরিক’-এর টিজারে ভূতুড়ে রহস্য! ৬ জুন মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের হরর ছবি

শতাব্দী-ঋতাভরীর ‘বাৎসরিক’-এর টিজারে ভূতুড়ে রহস্য! ৬ জুন মুক্তি পাচ্ছে মৈনাক ভৌমিকের হরর ছবি

ডিজিটাল ডেস্ক: বহুদিন পর আবার বড়পর্দায় ফিরছেন শতাব্দী রায়, আর তাও এমন এক চরিত্রে যা একেবারে অপ্রত্যাশিত। সাংসদ-অভিনেত্রীর কামব্যাক ছবি ‘বাৎসরিক’-এর টিজার প্রকাশ্যে আসতেই দর্শকদের কৌতূহলের পারদ চড়েছে। মৈনাক ভৌমিকের পরিচালনায় তৈরি এই হরর ড্রামা ৬ জুন মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

ভাইয়ের মৃত্যুর পর, বাড়িতে ভূতুড়ে কাণ্ড!

টিজারে স্পষ্ট, ছবির গল্প আবর্তিত হয়েছে এক ভাইয়ের মৃত্যুর পর দুই নারীর সম্পর্ক এবং তাদের ঘিরে থাকা অতিপ্রাকৃত ঘটনার চারপাশে। শতাব্দী রায় অভিনীত চরিত্রটি ঋতাভরীর ননদ, যিনি ভাইয়ের মৃত্যুর পর নিজের ভ্রাতৃবধূকে আগলে রাখেন। কিন্তু সেই বাড়িতে যেন কিছু একটা আছে—যা অদেখা, অজানা আর ভয়ানক। টিজারে সেই ভয়ের ইঙ্গিত স্পষ্ট।

ঋতাভরী-শতাব্দীর সম্পর্কের রসায়নে নতুন মোড়

ঋতাভরী চক্রবর্তী এই ছবিতে এক বিধবা নারীর চরিত্রে অভিনয় করেছেন। স্বামীর মৃত্যুর পর তাঁর চরিত্রের জীবনে নেমে আসে অন্ধকার। ননদ ও বউদির সম্পর্ক কখনও একাত্মতা, কখনও দ্বন্দ্বে ভরা। এই সম্পর্কই ছবির মূল আবেগ, যার চারপাশে ছড়ানো ভয় আর রহস্য।

মৈনাক ভৌমিকের নতুন রূপ

‘বেডরুম’, ‘গণশত্রু’, কিংবা ‘চিনি’-র মতো সম্পর্কভিত্তিক গল্প বলার জন্য পরিচিত মৈনাক এবার একেবারে অন্য ঘরানায়। অতিপ্রাকৃত ও ভূতের গল্প বলার চেষ্টা করেছেন তিনি ‘বাৎসরিক’-এর মাধ্যমে। ভয়, আবেগ এবং পারিবারিক সংকট—তিনের সংমিশ্রণে গড়ে উঠেছে এই অনন্য হরর-ড্রামা।

কবে মুক্তি পাচ্ছে ‘বাৎসরিক’?

ছবির টিজার প্রকাশ পেয়েছে ১২ মে। আর দর্শকরা ছবিটি দেখতে পাবেন ৬ জুন, ২০২৫ থেকে। ট্রেলার ও গান খুব শিগগিরই প্রকাশ পাবে বলেই খবর।


🎬 ছবির বিস্তারিত তথ্য:

  • ছবির নাম: বাৎসরিক
  • পরিচালক: মৈনাক ভৌমিক
  • অভিনেত্রী: শতাব্দী রায়, ঋতাভরী চক্রবর্তী
  • ধরন: হরর, ড্রামা
  • মুক্তির তারিখ: ৬ জুন ২০২৫
  • ভাষা: বাংলা
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
error: Content is protected !!